করোনাভীতি: নিউজিল্যান্ডে নির্বাচন পেছালেন জেসিন্ডা আরডার্ন
করোনাভাইরাস আবারও মাথাচাড়া দিয়ে ওঠায়, নিউজিল্যান্ডের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এক মাস পিছিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ১৯ সেপ্টেম্বরের বদলে ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে নতুন তারিখ।
সোমবার জেসিন্ডা বলেন, নতুন তারিখটি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে প্রচারণা চালাতে সাহায্য করবে।
এর আগে, এ সপ্তাহের শুরুতে দেশটির সবচেয়ে বড় শহরে আবারও লকডাউন আরোপ করা হয়।
'এই সিদ্ধান্তের ফলে সবগুলো দল নির্বাচনী প্রচারণার জন্য ৯ সপ্তাহ সময় পাবে এবং নির্বাচন কমিশনও নির্বাচন করার মতো পরিস্থিতির ব্যাপারে নিশ্চিয়তা পেতে যথেষ্ট সময় পাবে,' বলেন জেসিন্ডা। তিনি আরও বলেন, নির্বাচন আরও পেছানোর কোনো উদ্দেশ্য তার একেবারেই নেই।
এদিকে করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে, প্রচারণার দোহাইয়ে প্রধানমন্ত্রীর নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী দল ন্যাশনাল পার্টি।
নতুন কয়েকজন করোনাক্রান্ত নাগরিক শনাক্ত হওয়ায় অকল্যান্ডে লকডাউন আরোপ করা হয় গত বুধবার।
সোমবার আরও ৯ জন শনাক্ত হওয়ায় শহরটিতে এখন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫৮।
৩১ জুলাই এক দোকান শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের কয়েক সদস্যের শরীরেও ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়ে। আর এভাবেই দেশটিতে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব চিন্তার ভাঁজ ফেলে জেসিন্ডার কপালে।
এর আগে, প্রায় সারা নিউজিল্যান্ডে প্রথমবারের মতো লকডাউন আরোপ করা হয় মার্চের শুরুর দিকে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ১৬০০ জনেরও বেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং ২২ জন প্রাণ হারিয়েছেন।
প্রথম পর্যায়েই লকডাউন আরোপ, সীমান্তে কঠোর ব্যবস্থা, কার্যকর স্বাস্থ্য বার্তা প্রচার এবং অ্যাগ্রেসিভ টেস্ট-অ্যান্ড-ট্রেস প্রোগ্রামের মাধ্যমে এক সময় সারা দেশ থেকে আক্ষরিক অর্থেই কোভিড-১৯ দূর করতে পেরেছিল নিউজিল্যান্ড।
- সূত্র: বিবিসি