করোনা ভাইরাস: প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াচ্ছে কুয়েত
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই প্রবাসী বাংলাদেশিসহ কুয়েতে কাজ করা বিভিন্ন দেশের কর্মী ও ভ্রমণকারীদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সোমবার আরব টাইমস কুয়েতে প্রকাশিৎ এক খবরে জানা গেছে, কুয়েতে কর্মস্থল, তবে বর্তমানে দেশটির বাইরে যারা অবস্থান করছেন; এমন ১৭টি দেশের প্রবাসী কর্মীর ভিসা ও ভ্রমণ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
সংক্রামক ব্যাধি করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে এরই মধ্যে কুয়েত সরকার বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে সাত দিনের জন্য বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
ফলে ওইসব দেশের নাগরিক, কুয়েত প্রবাসী কর্মী যারা নিজ দেশে ছুটিতে গিয়েছিলেন, তারা রেসিডেন্স (আকামা) মেয়াদ শেষ হওয়ার কারণে কুয়েতে প্রবেশ করতে পারবেন কি-না তা নিয়ে চিন্তায় পড়ে যান।
কুয়েত সরকারের এই পদক্ষেপে আপাতত স্বস্তি ফিরলো কুয়েত থেকে দেশে ফেরা প্রবাসীদের।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা মেজর জেনারেল তালাল মারাফি জানান, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিভিল ইনফরমেশন এর সমন্বয়ে এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
তিনি জানান, ছুটিতে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ক্ষেত্রে, যেসব প্রবাসী প্রাইভেট সেক্টরের রেসিডেন্স আর্টিকেল (১৮) তাদের কোম্পানির প্রতিনিধি ও যেসব প্রবাসী কর্মী রেসিডেন্স আর্টিকেল (২০) তাদের স্পন্সরকে বৈধ পাসপোর্ট কপি নিয়ে কুয়েতের জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন।
এই বিধি বাংলাদেশ, ভারত, লেবানন, শ্রীলঙ্কা,ফিলিপাইন, চীন, হংকং, ইরান, সিরিয়া, মিশর, ইরাক, থাইল্যান্ড, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুর থেকে কুয়েতে কর্মরত ও ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য হবে।
কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান জানিয়েছেন, "কুয়েতের সাথে আপাতত বিমান চলাচল বন্ধ অবস্থায় ছুটিতে থাকা কুয়েত প্রবাসী বাংলাদেশীদের আকামার মেয়াদ শেষ হয়ে গেলেও পুনরায় বিমান চালু হলে আকামার মেয়াদ উত্তীর্ণ অবস্থায় কুয়েত প্রবেশে কোনো অসুবিধে হবে না বলে কুয়েত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় দূতাবাসকে অবহিত করেছে।"