যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে গতকাল (৫ ডিসেম্বর) আরও ১০৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে লেবানন থেকে ফেরত আসা মোট বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ৯৬৩ জনে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরে সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান। তারা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরে আসেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা সবাই সরকারি খরচে দেশে ফিরেছেন। যারা লেবানন থেকে ফিরতে চান, তাদেরকে সরকার পূর্ণ সহায়তা দেবে এবং যারা ফিরতে চান না, তাদের নিরাপত্তা প্রদান করা হবে।
এর আগে ৪ ডিসেম্বর লেবানন থেকে ৬৪ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন।
এ পর্যন্ত ১৫টি ফ্লাইটে মোট ৯৬৩ জন বাংলাদেশি যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন।
দেশে ফেরত আসা সবাইকে ৫ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।