করোনা মোকাবেলায় মাস্ক সেলাই করলেন ভারতের ফার্স্ট লেডি
করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে এলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের স্ত্রী ফার্স্ট লেডি সবিতা কোভিন্দ। আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের জন্য নিজের হাতে মাস্ক সেলাই করলেন তিনি। প্রেসিডেন্ট এস্টেটের শক্তি হাটে তিনি মাস্কগুলো সেলাই করেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
ফার্স্ট লেডির সেলাই করা মাস্কগুলো রাজধানী দিল্লির আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের অধীনস্থ বিভিন্ন হোমে বিলি করা হবে। সেলাইয়ের সময় ফার্স্ট লেডিকেও মাস্ক পরে থাকতে দেখা যায়। একটি লাল রঙের কাপড়ের মুখাবরণী দিয়ে নাক-মুখ ঢেকে রেখেছিলেন তিনি।
ইতোমধ্যে ভারতের কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ির বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক। বাড়িতে তৈরি মাস্ক পরলেই হবে। শুধুমাত্র স্বাস্থ্যকর্মী ও যারা করোনাভাইরাস আক্রান্তের সংস্পর্শে আসছেন, তাদের এন-৯৫ মাস্ক ব্যবহার করতে হবে।
দেশটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন – সবাই মাস্ক পরে ভাষণ দিয়েছেন বা ভিডিও কনফারেন্স করেছেন। মাস্ক পরার আর্জি জানিয়েছেন তারা। আর এবার মাস্ক তৈরির কর্মযজ্ঞে সামিল হয়ে সচেতনতার বার্তা দিলেন দেশটির ফার্স্ট লেডিও।