কিউবায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১, নিখোঁজ শতাধিক
কিউবাতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার হাভানার উপকণ্ঠে অ্যারোইও নারানজো পৌরসভায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় ৩৬ বছর বয়সী ডিউবিস লরেনসিও তেজেদা নিহত হন।মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি কর্তৃক এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায় নি। বিক্ষোভে আহতদের মধ্যে কিছু সরকারি কর্মকর্তা রয়েছেন।
বিবৃতিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেয়া এবং বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়। এছাড়া তারা পুলিশ ও বেসামরিক নাগরিকদের ছুরি, পাথর এবং অন্যান্য জিনিস দিয়ে আক্রমণ করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
করোনাকালীন সময়ে খাদ্য সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মহামারি মোকাবিলায় সরকারের ব্যর্থতার মত নানাবিধ অভিযোগকে কেন্দ্র করে গত তিনদিন ধরেই কিউবার রাস্তায় বিক্ষোভকারীরা সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের পদত্যাগ দাবি করে আসছেন।
তাছাড়া সম্প্রতি কিউবাতে রেকর্ড সংখ্যক মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, দ্রুততর টিকাদান কর্মসূচি।
কয়েক দশকের মধ্যে কিউবায় এটিই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ।
বিক্ষোভ দমনে এখন পর্যন্ত সরকারের কমিউনিস্ট পার্টির নিরাপত্তা বাহিনী একাধিক এক্টিভিস্ট, বিক্ষোভকারী এবং সাংবাদিকদের গ্রেপ্তার করেছে; গ্রেপ্তারকৃতদের ভেতর স্পেনের একটি শীর্ষ সংবাদমাধ্যমের সংবাদদাতাও রয়েছেন বলে জানা গেছে।
মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুক্তরাষ্ট্র অঞ্চলের পরিচালক এরিকা গুয়েভারা-রোসাস বলেন, কিউবার এই কয়েক দশকের সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ১৪০ জনের বেশি কিউবানকে আটক করা হয়েছে; নিখোঁজ রয়েছেন আরও অনেকেই।
এরিকা গুয়েভারা-রোসাস বলেন, "এই আটকের অর্থ হলো, সরকারের বিপক্ষে যারা গেছে তাদের শাস্তি নিশ্চিত করা এবং অন্যদের কাছে এই বার্তা প্রেরণ করা যে, আর কোন প্রতিবাদ-বিক্ষোভ সহ্য করা হবে না"। হাভানাসহ কমপক্ষে ৪৮টি পৃথক স্থানে স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ সমাবেশের কথা বলেন তিনি।
মঙ্গলবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস, স্প্যানিশ সংবাদপত্রের জন্য নিয়োগকৃত কিউবান সাংবাদিক ক্যামিলা আকোস্টাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। আগের দিন সকালে যাদের নিজের বাড়ি থেকে আটক করে নিয়ে আসা হয় ক্যামিলা তাদের একজন।
টুইটারে আলবারেস লেখেন, "স্পেন অবাধ ও শান্তিপূর্ণভাবে সমাবেশ করাকে সমর্থন করে এবং আমরা কিউবার কর্তৃপক্ষকেও এর প্রতি সম্মান প্রদর্শনের জন্য বলব। আমরা নিঃশর্তভাবে মানবাধিকার রক্ষার পক্ষে"। সেই সাথে রক্ষণশীল এবিসি পেপারের সংবাদদাতা ক্যামিলা আকোস্টার বিরুদ্ধে কিউবান সরকার রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনের মত অভিযোগ আনবেন বলেও জানান আলবারেস।
নারীবাদী এবং এলজিবিটি একটিভিস্ট হিসেবে পরিচিত মারতা মারিয়া রামিরেজ (৪৬) বলেন, তার পরিচিতদের মধ্যে কয়েক ডজন লোককে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে তরুণ চলচ্চিত্র নির্মাতা গ্রেটেল মেদিনা একজন। গ্রেটেলের একটি দুগ্ধপোষ্য শিশু রয়েছে বলে জানান তিনি।
কিউবার পুলিশ বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করে রামিরেজ বলেন, "পুলিশ সর্বত্র দমন-পীড়ন করছে। অথচ এই দেশে তো তাদেরকে জনগণের একটি অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়, তাদের তো সাধারণ মানুষকে উল্টো রক্ষা করার কথা"।
উল্লেখ্য, এই মাসের শুরুর দিকে প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২১ সালের জন্য কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলকে 'গণমাধ্যমের স্বাধীনতার শিকারী' হিসেবে আখ্যা দেয়।
তবে কিউবার সাম্প্রতিক সময়ের এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে বলে অভিযোগ এনেছেন দিয়াজ-ক্যানেল।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবার কর্তৃপক্ষকে নাগরিকদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানান যে অধিকারের মধ্যে 'শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার এবং নাগরিকদের নিজেদের ভবিষ্যত নির্ধারণের অধিকার অন্তর্ভুক্ত'।
- সূত্র- দ্য গার্ডিয়ান