রাশিয়ান নৌবহর হাভানায় ভেড়ার একদিন পর মার্কিন সাবমেরিন গুয়ানতানামো বেতে
মিত্র কিউবার সঙ্গে মহড়ার জন্য রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ হাভানায় নোঙর করার একদিন পরই কিউবার গুয়ানতানামো বেতে ভিড়েছে মার্কিন নৌবাহিনীর নিউক্লিয়ার ফাস্ট অ্যাটাক সাবমেরিন (পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ) ইউএসএস হেলেনা।
মার্কিন সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে বলেছে, 'দ্রুত হামলা চালাতে সক্ষম সাবমেরিন ইউএসএস হেলেনা নিয়মিত বন্দর পরিদর্শনের অংশ হিসেবেই কিউবার গুয়ানতানামো বেতে অবস্থান করছে।'
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাডমিরাল গোরশকভ ফ্রিগেট এবং পারমাণবিক শক্তিচালিত রাশিয়ান সাবমেরিন 'কাজান' আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র অস্ত্রের প্রশিক্ষণ শেষে বুধবার (১২ জুন) হাভানা বন্দরে পৌঁছেছে।
পেন্টাগনের ভাষ্যে, ফ্লোরিডা উপকূল থেকে ৯০ মাইল দূরে অবস্থিত রাশিয়ান নৌ বহরের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি নয়। রাশিয়ান বহর যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে দক্ষিণে যাচ্ছিল তখন মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজের পাশাপাশি সাবমেরিন শিকারি পি-৮ বিমানগুলো তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেছে।
পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং আশ্বস্ত করে বলেছেন, 'আমরা রাশিয়ার ওপর নজর রাখছি। এটা কোনো আশ্চর্যের ও বড় বিষয় নয়। আমরা এর আগেও তাদের এ ধরনের নিয়মমাফিক নৌ মহড়া দিতে দেখেছি।'
তিনি আরও বলেন, 'আমরা সবসময় মার্কিন জলসীমার কাছাকাছি আসা যেকোনো বিদেশি জাহাজের ওপর নজরদারি করেছি। আমরা রাশিয়ান বহরটিকেও গুরুত্বের সঙ্গে নিচ্ছি, তবে এসব মহড়া যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি সৃষ্টি করে না।'
নরফোক-ভিত্তিক ইউএসএস হেলেনা একটি লস অ্যাঞ্জেলেস-শ্রেণীর, দ্রুত-আক্রমণ চালাতে সক্ষম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ১৯৮০ এর দশকে সাবমেরিনটি প্রথম কমিশন পায়। হামলার পাশাপাশি নজরদারিতে চালাতে সক্ষম এই ডুবোজাহাজটি।
লস অ্যাঞ্জেলেস শ্রেণির আরেকটি ফাস্ট অ্যাটাক সাবমেরিন ইউএসএস পাসাডেনা গত জুলাইয়ে গুয়ান্তানামো উপসাগরে থামার পর কিউবা সরকারের ক্ষোভের মুখে পড়ে। পেন্টাগন জানায়, গত বছর মার্কিন সাবমেরিনের গুয়ানতানামো উপসাগরে ভিড়ানোর প্রতিক্রিয়া জানাতেই এবার রুশ সাবমেরিন তাদের সাবমেরিনের প্রদর্শন করেছে।