কুয়েতে প্রবাসীদের ব্যাংক ঋণের মাসিক কিস্তি স্থগিত
প্রবাসীদের কাছ থেকে মাসিক ঋণের কিস্তি আদায় ছয় মাসের জন্য স্থগিত করেছে কুয়েতি ব্যাংকগুলাে ।
এই বিলম্বের কারণে যে সুদ, মুনাফা বা অন্য কোনো খরচ জমবে, সেটিও মওকুফ করা হবে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা আল-রাই আরও জানায়, কুয়েতের প্রধান ব্যাংকগুলাে ঘােষণা দিয়েছে, তারা সকল নাগরিক ও প্রবাসীদের ভােক্তা ঋণ, কিস্তি ও ক্রেডিট কার্ডে কিস্তি পরিশােধের সকল অর্থ পরিশােধ স্থগিত করার ঘােষণা দিয়েছে।
ন্যাশনাল ব্যাংক কুয়েত জানিয়েছে, সব গ্রাহকের ক্ষেত্রে ভােক্তা ঋণ ও ক্রেডিট কার্ডের সব কিস্তি ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। করােনা ভাইরাস পরিস্থিতিতে বিষয়টি বিবেচনায় নিয়ে গেল সপ্তাহে কুয়েতি ব্যাংকগুলাে এমন ঘােষণা দিয়েছিল।
অন্যদিকে স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়, কুয়েতে মাসিক ঋণের কিস্তি পরিশােধ পিছিয়ে আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এপ্রিল থেকে শুরু হয়ে এই নিয়ম চলবে এবং গ্রহীতাদের বেতন বা ক্রেডিট কার্ড থেকে কোনাে অর্থ কাটা হবে না।
স্থানীয় সূত্র জানায়, অক্টোবর থেকে ব্যাংকগুলাে গ্রাহকদের মাসিক বেতন থেকে প্রয়ােজনীয় সব কিস্তি, সুদ, মুনাফা কেটে রাখতে পারবে।
এদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ঘােষণা করেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করােনা ভাইরাসে আরও ২৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ জন বাংলাদেশি রয়েছেন। কুয়েতে এ নিয়ে মোট ৭ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কুয়েতে করােনা আক্রান্তের সংখ্যা ৩১৭ জনে দাঁড়িয়েছে বলে মন্ত্রণালয়ের মুখপাত্র ডা . আবদুল্লাহ আল-সানাদ নিয়মিত ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন। দিনের শুরুতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী শেখ ডা . বাসেল আল-সাবাহ করােনা ভাইরাস থেকে আরও একজন সুস্থ হওয়ার ঘােষণা দেন।
এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাস থেকে ৮০ জন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া বর্তমানে ২৩৭ জন ভাইরাস জনিত রােগী প্রয়ােজনীয় চিকিৎসা গ্রহণ করছেন। এরমধ্যে ৩ জন গুরুতর রােগীসহ ১৪ জন আইসিইউতে রয়েছেন।
এছাড়া দেশটির জওয়ান রেসর্ট,খাইরান রেসর্ট ও আল-কুত বিচ হোটেল- এ তিন স্থানে ২৪৬৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।