কেমন হলো অ্যাপলের ফাইভজি আইফোন ১২
ফাইভজি নেটওয়ার্ক সুবিধাযুক্ত, দ্রুতগতির পরবর্তী প্রজন্মের নতুন আইফোন ১২ উন্মোচন করেছে অ্যাপল। আইফোন ১২ সিরিজের নতুন মডেলগুলো হলো- আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স ।
এরমধ্যে ৬.১ ইঞ্চি ডিসপ্লের আইফোন ১২-এর দাম পড়বে ৭৯৯ মার্কিন ডলার, ৫.৪ ইঞ্চি ডিসপ্লের আইফোন ১২ মিনির দাম ৬৯৯ ডলার। এছাড়াও ৩টি ক্যামেরা এবং নতুন থ্রি-ডি লিডার সেন্সর সমৃদ্ধ আইফোন ১২ প্রো'র দাম ৯৯৯ ডলার এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের দাম শুরু হবে ১০৯৯ ডলার থেকে।
আইফোন ১২ সিরিজই আইফোনের প্রথম ফাইভজি নেটওয়ার্ক সমর্থিত। আইফোনের নতুন এই মডেল পূর্ববর্তী মডেলের চেয়ে দ্রুতগতিতে কাজ করবে। তবে গ্রাহকদের উচ্চগতির অভিজ্ঞতা অনেকাংশেই নির্ভর করছে তাদের ব্যবহৃত নেটওয়ার্ক সংযোগ এবং তারা কোন এলাকায় অবস্থান করছেন, তার ওপর।
টেক অ্যানালাইসিস রিসার্চের প্রধান বব ও'ডনেল বলেন, 'আইফোনের নতুন এই সিরিজ বাজারে আসার পর, মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক উন্নত না হলে ব্যবহারকারীরা আকাঙ্ক্ষিত গতি না পেয়ে হতাশ হবেন। আমার মনে হয়, অ্যাপল বিষয়টি পরিষ্কারভাবে জানায়নি।'
অ্যাপল জানিয়েছে, সকল আন্তর্জাতিক সংস্করণেই ফাইভজি সমর্থন করবে; তবে যুক্তরাষ্ট্রের সংস্করণই শুধু মিলিমিটার ওয়েভ প্রযুক্তি সমর্থিত হবে।
যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশে, এমনকি অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার সংস্করণও মিলিমিটার ওয়েভ প্রযুক্তি সমর্থিত হবে না।
সুলভ মূল্যের অ্যান্ড্রয়েড মোবাইলের মতোই অন্যান্য দেশে ফাইভজির স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের সেবা দিবে আইফোন ১২।
অ্যাপল জানিয়েছে, প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ৩০টি অঞ্চলে ৮০০টি মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ফাইভজি সংযোগের পরীক্ষা চালিয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে অন্যান্য বছরের তুলনায় এবার এক মাস দেরিতেই নতুন আইফোনের খবর জানায় অ্যাপল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও অন্য কিছু দেশে ১৬ অক্টোবর থেকে আইফোন ১২ ও আইফোন ১২ প্রো'র প্রি- অর্ডার শুরু হবে। আইফোন মিনি ও আইফোন প্রো ম্যাক্স প্রি- অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে ৬ নভেম্বর পর্যন্ত।
লংবো অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জেক ডলারহাইড জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাব ও শীতের কারণে এ বছর বড়দিনের মৌসুমে অ্যাপলের বিক্রি কম হতে পারে। অ্যাপল অনলাইন বিক্রির চেয়ে সরাসরি বিক্রির জন্যই বিখ্যাত।
অনুষ্ঠানটি চলাকালীন সময়েই প্রতিষ্ঠানটির শেয়ারের ৩ শতাংশ দরপতন হয়, ফলে বাজারমূল্য কমে যায় ৭৭ বিলিয়ন ডলার।
হোমপড মিনি
একই অনুষ্ঠানেই অ্যাপল নতুন হোমপড মিনি স্পিকার উন্মোচন করেছে। ডিভাইসটির দাম পড়বে ৯৯ ডলার। ১৬ নভেম্বর বাজারে আসবে এটি। হোমপডের নতুন এই সংস্করণে ভয়েস কমান্ড সুবিধা বৃদ্ধির পাশাপাশি নতুন হোম ইন্টারকম সিস্টেম প্রযুক্তিও রয়েছে।
- সূত্র: রয়টার্স