ঘোড়ার জন্য ব্যবহৃত কৃমিনাশক আইভারমেকটিন কোভিড চিকিৎসায় ব্যবহার করবেন না: ডাক্তারদের সতর্কবার্তা
কোভিড-১৯ এর চিকিৎসার জন্য মানুষকে ঘোড়ার কৃমিনাশক ওষুধ আইভারমেকটিন খাওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন চিকিৎসক জেসন ম্যাকিলিয়া।
ডা. ম্যাকিলিয়া জানান, মানুষের ব্যবহারের জন্য স্বল্প পরিমাণে আইভারমেকটিনের ডোজ নেওয়ার অনুমোদন থাকলেও কোভিডের চিকিৎসায় তা ব্যবহার করা উচিত নয়। সম্প্রতি, এ ওষুধ ব্যবহারকারীদের মধ্যে অনেকেরই ওকলাহোমা হাসপাতালের জরুরি ইউনিটে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়।
বিবিসিকে ডা. ম্যাকিলিয়া বলেন, "এই ওষুধের জন্য একটি প্রেসক্রিপশন থাকতে হবে আপনার। কারণ এর যথেচ্ছ ব্যবহার বিপজ্জনক হতে পারে।"
আইভারমেকটিন মূলত পশুচিকিৎসায় ব্যবহৃত একটি কৃমিনাশক ওষুধ। কিন্তু মানুষের কিছু রোগের চিকিৎসায় সামান্য পরিমাণে এ ওষুধের ডোজ ব্যবহার করা যেতে পারে।
সম্প্রতি কোভিডের চিকিৎসা বা প্রতিরোধের উপায় হিসেবে প্রচারিত হওয়ার পর এ ওষুধ নিয়ে কিছু বিতর্ক ওঠে। তবে, কোভিডের বিরুদ্ধে এর কার্যকারিতা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধটির ব্যবহার এতটাই বেড়েছে যে, মানুষকে এটি গ্রহণ না করার আহ্বান জানিয়ে গত মাসে একটি বিবৃতি প্রকাশ করে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
আইভারমেকটিনের অতিরিক্ত ডোজ ব্যবহার 'বিপজ্জনক এবং মারাত্মক ক্ষতিকারক' হতে পারে উল্লেখ করে এফডিএ বলেছিল, "আপনি তো কোনো ঘোড়া কিংবা গরু নন যে এটি ব্যবহার করবেন।"
এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পডকাস্ট হোস্ট জো রোগান জানান যে, তিনি কোভিডের চিকিৎসার জন্য আইভারমেকটিন গ্রহণ করছেন। উল্লেখ্য, রোগান কোন ভ্যাকসিন গ্রহণ করেননি, এবং করোনা সংক্রমিত হওয়ার পরই তিনি ওষুধটি খাওয়া শুরু করেন।
যেসব রোগী এ ওষুধটি খেয়েছেন তারা বমি, পেশী ব্যথা, এমনকি দৃষ্টিশক্তি হ্রাসের মত সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন, জানান ডা. ম্যাকিলিয়া।
তিনি বলেন, "কিছু লোক এ ওষুধটির অতিরিক্ত ডোজ গ্রহণ করে আদতে নিজেদেরকে কোভিড সংক্রমণের চেয়েও খারাপ অবস্থায় নিয়ে গেছে।"
"আপনার নিজেকে জিজ্ঞাসা করতে হবে, 'যদি আমি এই ওষুধটি গ্রহণ করি এবং এর ফলে খারাপ কিছু হয়, তাহলে আমি কী করব?' সেই সাথে পরবর্তী পদক্ষেপ এবং 'ব্যাকআপ প্ল্যান' ঠিক করে রাখতে হবে আপনাকে"।
কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমণের শিকার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যেগুলোর মধ্যে ওকলাহোমাও রয়েছে। গত সপ্তাহে শহরটিতে করোনার ১৮,৪৩৮টি নতুন কেস রেকর্ড করা হয়েছে।
- সূত্র- বিবিসি