ছয় মাসের মধ্যে কমতে শুরু করে করোনা টিকার কার্যকারিতা: ব্রিটিশ গবেষণা
ফাইজার/বায়োএনটেক এবং অক্সফোর্ড/অ্যাস্ট্রেজেনেকার দুই ডোজ টিকার কার্যকারিতা ছয় মাসের মধ্যে কমতে শুরু করে বলে জানিয়েছেন ব্রিটিশ গবেষকরা। বুস্টার হিসেবে তৃতীয় শট গ্রহণের প্রয়োজনীয়তাকেই জোরদার করছে এই গবেষণা।
দ্বিতীয় ডোজ ফাইজারের টিকা গ্রহণের পাঁচ থেকে ছয় মাস পর সংক্রমণ রোধে কার্যকারিতা ৮৮ শতাংশ থেকে ৭৪ শতাংশে নেমে আসে।
অন্যদিকে অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন গ্রহণের চার থেকে পাঁচ মাস পর কার্যকারিতা ৭৭ শতাংশ থেকে কমে দাঁড়ায় ৬৭ শতাংশে।
ব্রিটেনের জোই কোভিড স্টাডির ১২ লাখ নমুনা পরীক্ষার ভিত্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছেন গবেষকরা।
পূর্ববর্তী গবেষণা থেকে দেখা যায় যে, ভ্যাকসিন গ্রহণ অন্তত ছয় মাস পর্যন্ত কোভিডের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
জোই কোভিড স্টাডির প্রধান গবেষক টিম স্পেক্টর জানান, সবথেকে বাজে পরিস্থিতিতে শীতের মধ্যে বয়স্ক ও স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে টিকার কার্যকারিতা ৫০ শতাংশে নেমে আসতে পারে।
বিবিসি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে স্পেক্টর বলেন, "বিষয়টি আমাদের কোনো ব্যবস্থা গ্রহণের তাগিদ দিচ্ছে। কেবল বসে থেকে আমরা সুরক্ষা কার্যকারিতা কমে যাওয়া দেখতে পারি না। শনাক্ত হওয়ার হার বেশ উচ্চ। সংক্রমণের সম্ভাবনাও এখনও কমেনি।"
- সূত্র: রয়টার্স