জনগণ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে: মমতা
দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জিততে চলা আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, জনগণ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) প্রত্যাখ্যান করে উন্নয়নে আস্থা রেখেছে।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি বিধানসভার ৭০ আসনের ৬২টিতে এগিয়ে আছে এএপি। বিপরীতে আটটি আসনে এগিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এখন পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী, গত নির্বাচনের মতো এবারও কোনো আসন পায়নি কংগ্রেস।
কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে মমতা বলেন, "আমি অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছি। জনগণ বিজপিকে প্রত্যাখ্যান করেছে। একমাত্র উন্নয়নই কাজে দেবে। নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর) প্রত্যাখ্যাত হবে।"
তৃণমূল কংগ্রেস প্রধান মমতা শুরু থেকেই সিএএ ও এনআরসির বিরোধিতা করে আসছেন। গত মাসে তিনি তার রাজ্যে এনপিআরের কাজ বন্ধ করে দিয়েছেন।
পশ্চিমবঙ্গে সিএএবিরোধী বিক্ষোভেও সামনের সারিতে ছিলেন মমতা। ওই বিক্ষোভসহ বিভিন্ন অনুষ্ঠানে তিনি সিএএ ও এনআরসি বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন।