জন্মদিনে ‘ডাবল উপহার’ পেলেন কেজরিওয়ালের স্ত্রী
আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা না হলেও দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে আছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)। মঙ্গলবার প্রকাশিতব্য এ ফল দ্বিগুণ বা তার চেয়ে বেশি আনন্দের উপলক্ষ হয়ে এসেছে কেজরিওয়ালের স্ত্রী সুনিতার কাছে। তার কাছে দিনটি জন্মদিনের পাশাপাশি হতে যাচ্ছে স্বামীর তৃতীয় জয়ের দিবস।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৫৪ বছর বয়সী সুনিতা কেজরিওয়ালকে।
কেজরিওয়াল রাজনীতিতে যোগ দেওয়ার আগে তার মতো সুনিতাও ছিলেন ভারতীয় রাজস্ব ব্যবস্থা আইআরএসের কর্মকর্তা।
দিল্লিতে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে স্বামীর জন্য ব্যাপক প্রচারে নেমেছিলেন তিনি।
জন্মদিনে সুনিতার উদ্দেশে দেওয়া পোস্টে অনিল সিওয়াচ নামের এক টুইটার ব্যবহারকারী লেখেন, "শুভ জন্মদিন সুনিতা কেজরিওয়াল ম্যাম। ঈশ্বর আপনি ও আপনার পরিবারের মঙ্গল করুন। আপনি আমাদের নায়কের (কেজরিওয়াল) শক্তি। আপনার জন্য গর্বিত বোধ করছি।"
জন রায়হান নামের আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, "জন্মদিন উদযাপনের কী দারুণ এক দিন!! শুভ জন্মদিন, সুনিতা কেজরিওয়াল ম্যাম; আজকের ম্যান অব দ্য ডে অরবিন্দ কেজরিওয়ালের নেপথ্য শক্তি।"
দিল্লির বিধানসভায় ভোটের দিন পরিবারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছিলেন সুনিতা। এতে তিনি জানিয়েছিলেন, তার ছেলে প্রথমবারের মতো ভোট দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ৭০ আসনের বিধানসভায় এএপি ৫৮টিতে এগিয়ে আছে। অন্যদিকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে আছে ১২টি আসনে।
প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, গতবারের মতো এবারও কংগ্রেস কোনো আসন পাচ্ছে না।