মিরপুরের ডিওএইচএসে অবসরপ্রাপ্ত উইং কমান্ডারের স্ত্রী খুন
রাজধানীর মিরপুরের ডিওএইচএস থেকে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার আব্দুল মতিনের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম ফারাহ দিবা। তার হাত ও পা শক্ত করে বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
এই দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে ডিওএইচএসের ১০ নম্বর রোডে থাকতেন।
পল্লবী থানার ওসি (তদন্ত) আদিল হোসেন বলেন, 'ধারণা করা হচ্ছে যে ফারাহর স্বামী ও সন্তানরা বাইরে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ফারাহকে হত্যা করে বাড়িতে লুটপাট চালায়।'
তিনি বলেন, 'মিলন (কেয়ারটেকার) এবং সবুজ (গাড়িচালক) নামে দুই ব্যক্তি হত্যার প্রধান সন্দেহভাজন, কারণ তারা ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে।'
তিনি আরও জানান, 'সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।'