টিবিএস এক্সক্লুসিভ: কাবুলে আটকে যাওয়া অসহায় এক আফগানের জবানবন্দি
গতকাল সোমবার যখন সর্বশেষ আন্তর্জাতিক ফ্লাইটটি কাবুল বিমানবন্দর ছেড়ে চলে যাচ্ছিল, তখন বাতাসে গুলি ছুড়ে উদযাপন শুরু করে তালেবানরা। এ উদযাপন সেখানে এখন স্বাভাবিকের চেয়েও স্বাভাবিক। বর্তমানে দেশ থেকে পালানোর অপেক্ষায় থাকা একজন আফগান নাগরিকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। নাম প্রকাশ না করার শর্তে তিনি রাজধানী কাবুলের বর্তমান অবস্থা বর্ণনা করেছেন-
"তালেবানরা সবখানে আছে। শেষ আন্তর্জাতিক ফ্লাইটটি গতকাল কাবুল থেকে ছেড়ে যাওয়ার পর থেকেই তারা চারদিকে উদযাপন করছে। চারপাশে এখন বিস্ফোরণ ও খোলা গুলির শব্দ।
এটা খুবই ভীতিকর অভিজ্ঞতা। সামনে কী বিপদ আসতে যাচ্ছে, সেটা চিন্তা করে আমি এবং আমার পরিবার গতকাল সারারাত ঘুমাতে পারিনি। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে তালেবানরা। তারা আপনার কাছে এসে জিজ্ঞাসাবাদ করলে বা আইডি কার্ড চাইলে ঠিক আছে। কিন্তু নিজে থেকে যদি আপনি তাদের কাছে যাওয়ার চেষ্টা করেন, আপনি শেষ। কেউ তাদের কাছে যাওয়ার চেষ্টা করলেই প্রকাশ্যে গুলি চালাচ্ছে তারা।
সব জায়গায় তালেবানের চেকপোস্ট আছে। তারা যাকে দেখে তাকেই থামায়। এই মুহূর্তে তারা সক্রিয়ভাবে শিল্পী এবং সাংবাদিকদের টার্গেট করছে। মানুষকে বিনা কারণে গ্রেফতার করা, বা চেকপোস্ট থেকে তুলে নিয়ে যাওয়া একটি নিয়মিত ঘটনা। গ্রেপ্তারকৃত বা তুলে নিয়ে যাওয়া বেশিরভাগ মানুষকেই মেরে ফেলে তারা।
দেশবাসীর কাছে সব ধরণের শৈল্পিক ক্রিয়াকলাপ এবং চর্চা বন্ধ করার বার্তা পাঠাতে গতকাল একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে হত্যা করেছে তারা। সঙ্গীতচর্চার মতো শৈল্পিক সবধরনের কর্মকাণ্ডকেই ইসলাম বিরোধী এবং হারাম হিসেবে বিবেচনা করে তালেবান। পূর্বে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা কোন বিদেশী সংস্থার জন্য কাজ করেছেন এমন ব্যক্তিদেরকেও টার্গেট করছে যারা।
এই মুহূর্তে আমি আমার বাড়িতে লুকিয়ে আছি। তাদের হুমকি পাওয়ার পর থেকে প্রয়োজন না পড়লে একেবারেই বাসা থেকে বের হই না আমি। আমার আট মাসের বাচ্চার প্রয়োজনে বা মুদি জিনিসপত্র কেনার জন্য মাঝে মাঝে বের হতে হয়।
আমি একজন শিল্পী। তাই আমি জানি কীভাবে আমার চেহারায় পরিবর্তন আনতে হয়। সুপারমার্কেটে যাওয়াই লাগবে, এমন পরিস্থিতিতে তাই ছদ্মবেশে বের হই।
আমি এখনও আমার পরিবার নিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছি। কিন্তু শেষ ফ্লাইটটি চলে যাওয়ার পর আমি বেশ হতাশ হয়ে পড়েছি ... আমি এখনও এখানেই আছি, ভীত এবং উদ্বিগ্ন অবস্থায়।"
- [বিশেষ দ্রষ্টব্য: আফগান এই শিল্পীর সাক্ষাৎকারের রেকর্ড দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে আছে। আমরা তা প্রকাশ করছি না, কারণ এতে তার নিরাপত্তার সঙ্গে আপোষ করা হবে।]
- মূল আর্টিকেলটি ইংরেজিতে পড়ুন: TBS Exclusive: Stuck and helpless in Kabul