তারা ভ্যাকসিন বিলিয়নিয়ার
কোভিড-১৯ ভ্যাকসিন থেকে প্রাপ্ত মুনাফায় বিশ্বে নতুন করে অন্তত নয় ব্যক্তি বিলিয়নিয়ার বা শত কোটিপতিদের খাতায় নাম লিখিয়েছেন। ভ্যাকসিন প্রযুক্তিতে ওষুধ প্রস্তুতকারী বৃহদাকার বাণিজ্যিক সংস্থাগুলো এককভাবে আধিপত্য বিস্তার করে চলেছে।
বৈষম্যপূর্ণ এই ব্যবস্থায় লাগাম টেনে ধরার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার ভ্যাকসিন বিলিয়নিয়ারদের তথ্য প্রকাশ করেছে ভ্যাকসিন বিষয়ক প্রচারণা জোট 'দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স'।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, "এদের মধ্যে, নতুন নয়জন বিলিয়নিয়ারের মোট সম্পদের পরিমাণ ১৯.৩ বিলিয়ন ডলার। নিম্ন আয়ের দেশগুলোর সকল জনগণকে পূর্ণাঙ্গভাবে ১.৩ গুণ বেশি ভ্যাকসিন দিতে এই বিপুল পরিমাণ অর্থ যথেষ্ট।"
ভ্যাকসিনের স্বত্বাধিকার এবং প্যাটেন্ট বিলুপ্তির পক্ষে প্রচারণা চালানো একাধিক সংস্থা এবং সমাজকর্মীদের মিলিত নেটওয়ার্ক 'দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স'।
সংগঠনটি ফোর্বসের ধনী ব্যক্তিদের তালিকা অনুসরণ করে এই সংখ্যা পেয়েছে বলে উল্লেখ করে।
জোটের সদস্য সংস্থা অক্সফামের আন্না ম্যারিয়ট বলেন, "ভ্যাকসিন নিয়ে মনোপলি বা একক আধিপত্যের মাধ্যমে ওষুধপ্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো যে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করছে তার মানবীয় প্রতিচ্ছবি হলো এই বিলিয়নিয়াররা"।
নতুন এই ধনী ব্যক্তিরা ছাড়াও, ভ্যাকসিনের কারণে পূর্বে তালিকাভুক্ত আট বিলিয়নিয়ারের সম্পদের পরিমাণ ৩২.২ বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে এই জোট।
নব্য ধনীদের তালিকার শীর্ষে আছেন মডার্নার সিইও স্টেফানি বানসেল এবং তার বায়োএনটেক প্রতিদ্বন্দ্বী ইউগুর সাহিন।
অপর তিন নব্য শতকোটিপতির মধ্যে আছে চীনা ভ্যাকসিন প্রতিষ্ঠান ক্যান্সিনো বায়োলজিসের সহ-প্রতিষ্ঠাতাদের নাম।
শুক্রবার অনুষ্ঠিত হতে চলা জি-২০ গ্লোবাল হেলথ সামিটকে সামনে রেখে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সাময়িকভাবে কোভিড-১৯ ভ্যাকসিনের স্বত্বাধিকার বাতিল নিয়ে বাড়তে থাকা দাবির মুখে আশার আলো নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এই সামিট।
স্বত্বাধিকার বিলুপ্তের প্রবক্তাদের মতে, উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিনের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে এই পদক্ষেপ। একই সাথে, ভ্যাকসিন নিয়ে বিদ্যমান নাটকীয় বৈষম্যেরও অবসান ঘটবে।
মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি পোপ ফ্রান্সিসের মতো প্রভাবশালী ব্যক্তিও আন্তর্জাতিকভাবে প্যাটেন্ট সুরক্ষা বাতিলের বিষয়টি সমর্থন করেন।
মহামারির সময় আফ্রিকায় ভ্যাকসিন অনুদান বৃদ্ধিতে মনোযোগ দেওয়ার কথা উল্লেখ করে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো "নির্দিষ্ট ধরনের ভ্যাকসিন উৎপাদনে বাধাদানকারী সকল মেধাস্বত্ব" বাতিলের আহ্বান জানান। বুধবার ইউরোপীয় কমিশন জানায়, এই বিষয়ে তারা বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে 'গঠনমূলক' আলোচনা চালাবে।
- সূত্র-আরব নিউজ