তালেবানের আগ্রাসনে সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে পালাল শত শত আফগান সৈন্য
আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানদের আগ্রাসন অব্যাহত আছে। তাদের অভিযানের মুখে টিকতে না পেরে গত রোববার (৪ জুলাই) আফগান বাহিনীর এক হাজারেরও বেশি সদস্য সীমান্ত পেরিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছে। কয়েক ডজন আফগান সেনাও আটক হয়েছে বিদ্রোহীদের হাতে। এ তথ্য দিয়েছে তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী।
২০ বছর পর আফগানিস্তান থেকে বিদায় নিচ্ছে বিদেশি বাহিনী। মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া অবশ্য এখনও সম্পন্ন হয়নি। এরই মধ্যে আফগানিস্তানে একের পর এক জেলা দখলে নিতে শুরু করেছে তালেবানরা।
আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানদের ক্রমাগত আগ্রাসনের মুখে আফগান বাহিনীর শত শত সদস্য পালিয়ে গেছে। তবে গতকাল রোববারই পালিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক সদস্য।
উত্তরাঞ্চলের বাদাখশান প্রদেশের গুরুত্বপূর্ণ ছয়টি জেলার দখল নিয়েছে তালেবানরা। তাজিকিস্তান ও চীনের সঙ্গে জেলাগুলোর সীমান্ত রয়েছে। তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, তাদের অনুমতি-সাপেক্ষে আফগান বাহিনীর ১,০৩৭ জন সদস্য সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে ঢুকেছেন।
রোববার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাখমনের সঙ্গে পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেন।
তারপরই তাজিক প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, আফগানিস্তানের উত্তরাঞ্চলের ঘটনাবলির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। এছাড়াও সম্ভাব্য উদ্বাস্তুদের জন্য শিবির স্থাপনের কথাও ভাবছে তাজিক সরকার।
একজন জ্যেষ্ঠ আফগান কর্মকর্তাও, সৈন্যদের তাজিকিস্তানে পালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি পালিয়ে যাওয়া সৈন্যদের সঠিক সংখ্যা জানেন না। আজ সোমবার তিনি রয়টার্সকে বলেন, "তালেবানরা সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তাই এই মানুষগুলোর সীমান্ত পেরিয়ে পালানো ছাড়া কোনো উপায় ছিল না।"
তালেবানরা পশ্চিমা বাহিনীর ওপর আক্রমণ বন্ধ করেছে। কিন্তু আফগান সরকার ও নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ অব্যাহত রেখেছে।তালেবান ও পশ্চিমা মদদপুষ্ট আফগান সরকার, দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনাও অমীমাংসিত রয়ে গেছে।
আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মহিব বলেছেন, তালেবানের হামলা সরকারের কাছে অপ্রত্যাশিত ছিল। আফগান বাহিনী পাল্টা হামলা চালাবে বলেও জানান তিনি।
- সূত্র: বিবিসি