থাইল্যান্ডে আন্দোলনকারী ২ স্কুল শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
থাইল্যান্ডে চলমান বিক্ষোভের জের ধরে আন্দোলনে অংশগ্রহণের কারণে এবার দুই স্কুল শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
দেশটির প্রধানমন্ত্রী সাবেক জেনারেল প্রায়ুথ চান-ওচার অপসারণ, রাজতন্ত্রের প্রভাব কমানো ও সংবিধান সংশোধনের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে বেশ কিছুদিন ধরেই। প্রধানমন্ত্রী প্রায়ুথের নিষেধাজ্ঞার পরও হাজার হাজার নাগরিক বিক্ষোভে যোগ দেয়। অভিযুক্ত দুজন শিক্ষার্থী জানান, জরুরি আদেশ অমান্য করে বিক্ষোভে অংশগ্রহণ করার কারণেই তাদের তলব করে পুলিশ।
এপ্রসঙ্গে শিক্ষার্থীদের একজন বেনজামাপোরন নিভাস (১৫) বার্তাসংস্থা রয়টার্সকে জানান, 'আন্দোলনের নেতাদের গ্রেফতার করতে থাকলে জেলেও স্থান সংকুলান হবেনা। কারণ গ্রেফতার করার সাথে সাথে আরও হাজার হাজার তরুণ জেগে উঠবে।'
শনিবার বিক্ষোভকারী শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামার পরিকল্পনা করেছে। সেদিনও তিনি আন্দোলনে উপস্থিত থাকবেন বলে জানান নিভাস। অভিযুক্ত আরেকজন শিক্ষার্থীর নাম লোপানাপাত ওয়াংপাইসিত (১৭)।
পুলিশের একজন মুখপাত্র ইয়িংয়োস থেপজুমনং জানান, মামলার অভিযোগের ব্যাপারে জানার জন্য ওই দুজন শিক্ষার্থীকে তলব করা হয়েছে; আইনজীবী ও অভিভাবকের উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
গত জুলাইতে শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে এই সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। গত কয়েক মাস ধরে ব্যাপক ধর পাকড়ের পরও আন্দোলন দমাতে ব্যর্থ হয়েছে দেশটির সরকার।
২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন সাবেক জেনারেল প্রায়ুথ। বিগত নির্বাচনে জালিয়াতির অভিযোগ অস্বীকার করে আন্দোলনকারীদের দাবী অনুযায়ী পদত্যাগ করবেন না ঘোষণা দিয়েছেন তিনি।
রাজতন্ত্র দেশটিতে কয়েক দশক ধরে সামরিক জান্তার শাসন টিকিয়ে রেখেছে অভিযোগ এনে সংবিধান সংশোধনের দাবী জানিয়েছে আন্দোলনকারীরা। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এব্যাপারে কোনো মন্তব্য করেনি রাজপরিবার।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রায়ুথ আইন অমান্য করে আন্দোলনে অংশ নিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দেন। এক্ষেত্রে রাজপরিবার সংক্রান্ত আইন প্রয়োগ করা হতে পারে এমন আশঙ্কা করছেন আন্দোলনকারীরা। থাইল্যান্ডের আইনে রাজতন্ত্র ও রাজপরিবারের অসম্মানের ক্ষেত্রে দুই বছরের বেশি শাস্তির বিধান আছে।
আন্দোলনকারীরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও গত মঙ্গলবার পুলিশ কাঁদুনে গ্যাস, জলকামানের ব্যবহার করে। এ ঘটনায় অন্তত ৫৫ জন আহত এবং ৬ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: রয়টার্স