দিল্লিতে ভয়াবহ দুটি অগ্নিকাণ্ড, আড়াই শতাধিক বস্তিঘর পুড়ে ছাই
ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের রাজধানীতে। উত্তর-পশ্চিম দিল্লির কেশবপুরমে একটি জুতোর কারখানা থেকেই এই আগুনের সূত্রপাত। এতে পুড়ে যায় গোটা কারখানা। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন নেভাতে এরপরও হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপকেরা।
অপর ঘটনাটি ঘটেছে তুঘলকবাদ বস্তি এলাকার। ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ২৫০ কুঁড়েঘর। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
দক্ষিণ-পূর্ব দিল্লির ডিসিপি জানিয়েছেন, 'রাত ১টা নাগাদ আমরা আগুন লাগার খবর পাই। দমকল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। এই ঘটনায় কেউ হতাহত হননি।' খবর এই সময়ের।
বিধ্বংসী আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের ২৮টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখাকে বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। সারারাত ধরে প্রচেষ্টা চালানোর পর আগুন আয়ত্তে আসে। তবে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ২৫০ বস্তিঘর।