দু-একদিনের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দেবে যুক্তরাজ্য
আগামী দু-একদিনের মধ্যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা জরুরি অনুমোদন দিতে পারে ব্রিটিশ নিয়ামক সংস্থা।
গত রোববার প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস দেশটির সরকারি কর্ককর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে নিশ্চিত করে যে, দেশটির ওষুধ ও চিকিৎসা পণ্য নিয়ন্ত্রক সংস্থা খুব শিগগির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আগামীকাল (২৯ ডিসেম্বর) মঙ্গলবারেই এ সংক্রান্ত ঘোষণা আসার সম্ভাবনা আছে।
সানডে টেলিগ্রাফ নামের আরেক দৈনিক অবশ্য আজ সোমবার (যুক্তরাজ্য সময় অনুসারে) ঘোষণা আসবে, এমন কথা জানিয়েছিল। তার আগেই টিকার ডোজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দেশটির স্বাস্থ্য কর্মীরা।
তবে ব্রিটিশ নিয়ামক সংস্থা অনুমোদনের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে। দেশটির স্বাস্থ্য বিভাগ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ভ্যাকসিনটির সকল তথ্য যাচাই-বাছাই করে দেখতে নিয়ামক সংস্থার কিছুটা সময় দরকার। এজন্যেই আগে থেকে কিছু বলা হচ্ছে না।
কেবিনেট মন্ত্রী মাইকেল গোভ নিজেও গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এবিষয়ে সোমবার কোনো ইঙ্গিত দেননি। তবে অনুমোদন দেওয়া হলে, তা দেশটির বড় এক অংশ জুড়ে চালু করা লকডাউন শিথিলে সহায়ক হবে, বলে আশা প্রকাশ করেন।
আগামীকাল না হলেও কয়েকদিনের মধ্যেই টিকাটির স্বীকৃতি দেওয়া হবে, এমন অনুমান করছেন ভারতের সেরাম ইনস্টিটিউডের মুখ্য নির্বাহী আদর পুনেওয়াল্লা। কয়েদিনের মধ্যে প্রথমে যুক্তরাজ্য এরপর ভারতও এপথে হাঁটবে বলে তিনি জানিয়েছেন।
ভারতে এ সংস্থাই অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে স্থানীয়ভাবে টিকাটি উৎপাদন ও বাজারজাতকরণের চুক্তি করেছে। তাদের সঙ্গে আবার বাংলাদেশে বিপণনের চুক্তি করেছে বেক্সিমো ফার্মাস্যিউটিক্যালস।
পুনেওয়াল্লা গণমাধ্যমকে জানান, "খুব শিগগির আমরা যুক্তরাজ্য থেকে শুভ সংবাদ পাব। এরপর জানুয়ারির মধ্যেই টিকাটির লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন হবে।"