ধর্ষকের জামিনের শর্ত ছয় মাস ধরে গ্রামের সব নারীর কাপড় কাচা
ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জামিনের শর্ত হিসেবে ছয় মাসের জন্য তার গ্রামের সকল নারীর (প্রায় ২ হাজার জন) কাপড় ধোয়ার এবং ইস্ত্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের বিহার রাজ্যে ঘটেছে এই ঘটনা। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম লালন কুমার (২০)।
বিহারের মাঝোর গ্রামের সকল নারীকে ছয় মাসের জন্য বিনামূল্যে লন্ড্রি সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ডিটারজেন্ট এবং অন্যান্য সামগ্রী কিনতে হবে আসামিকেই।
বিহারের মধুবনী জেলার পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার সিংহ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, কুমার পেশায় একজন ধোপা। তাকে গত এপ্রিলে ধর্ষণ চেষ্টাসহ আরও কয়েকটি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
কুমারের আইনজীবী জানিয়েছেন, নারীদের প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থে 'তার মক্কেল পেশা সম্পর্কিত কমিউনিটি সার্ভিস' দিতে প্রস্তুত।
গ্রামের সকল নারীই আদালতের এই সিদ্ধান্তে খুশি, বলে দাবি করেছেন গ্রাম পরিষদের প্রধান নাসিমা খাতুন। কুমারকে পর্যবেক্ষণের দায়িত্বে থাকা খাতুন বলেন, "এ রায় ঐতিহাসিক। এটি নারীদের প্রতি সম্মান বৃদ্ধি করবে এবং তাদের মর্যাদা রক্ষায় সাহায্য করবে।"
গ্রামের নারীরা জানান, নারীদের বিরুদ্ধে অপরাধকে আলোচনায় এনে দেওয়া এ আদেশ ইতোমধ্যেই গ্রামে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে। আনজুম পারভিন বলেন, "এটি একটি অসাধারণ পদক্ষেপ এবং একটি ব্যতিক্রমী শাস্তি, যা সমাজকে বার্তা পাঠায়।"
২০১২ সালে নয়াদিল্লিতে একটি চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনার পর, ভারতের ধর্ষণ আইনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল।
কিন্তু, ভারতে ধর্ষণসহ নারীর উপর সংগঠিত অন্যান্য অপরাধের সংখ্যা কমেনি। ২০২০ সালে ভারতজুড়ে ২৮ হাজারেরও বেশি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে।
প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। পুলিশের বিরুদ্ধেও যৌন নিপীড়ন রোধে যথেষ্ট কাজ না করার অভিযোগ রয়েছে।
- সূত্র: ডেইলি মেইল