নরওয়ের মার্কেটে তীর-ধনুক হামলায় নিহত ৫, আহত অন্তত ২
ইউরোপের নরওয়েতে তীর-ধনুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে নরওয়ের কংসবার্গ শহরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩৭ বছর বয়সী এক ড্যানিশ ব্যক্তিকে আটক করে ড্রামেন শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। হামলার পর ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি এবং হেলিকপ্টার দেখা গেছে।
পুলিশের ধারণা, সেই ব্যক্তি একাই এ হামলা চালিয়েছেন। একজন মুখপাত্র জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। হামলাকারী এ ঘটনায় অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে কিনা সেটিও তদন্ত করছে পুলিশ।
কংসবার্গের পশ্চিম পাশে অবস্থিত একটি সুপার মার্কেটের ভেতর এ হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে একজন অফ-ডিউটি পুলিশ অফিসারও আছেন।
তবে, মার্কেটের কর্মীরা কেউ শারীরিকভাবে আহত হয়নি বলে জানিয়েছে মার্কেট কর্তৃপক্ষ।
এ ঘটনার পর, অতিরিক্ত সতর্কতা হিসেবে দেশব্যাপী সকল পুলিশ কর্মকর্তাকে অস্ত্র বহন করার নির্দেশ দিয়েছে দেশটির পুলিশ অধিদপ্তর। সাধারণত নরওয়ের পুলিশ সশস্ত্র অবস্থায় থাকে না।
এদিকে, হামলার ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করে একে 'ভয়াবহ' বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি বুঝতে পারছি যে অনেকেই ভয় পাচ্ছে। কিন্তু, এ বিষয়টি গুরুত্বপূর্ণ যে, পুলিশ এখন এসবের নিয়ন্ত্রণে রয়েছে।"
- সূত্র- বিবিসি