নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভে আটক প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আটক করা হয় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিল্লিতে কংগ্রেসের হয়ে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের রোষানলে পড়েন দিল্লি কংগ্রেসের নারী শাখার প্রধান শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির কাছে কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন চলাকালীন আটক করা হয় তাকে।
টুইটারে শর্মিষ্ঠা জানান, "আমাদের আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে আসা হয়েছে।”
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে শর্মিষ্ঠা জানান, দিল্লি নারী কংগ্রেসের প্রায় ৫০ জন সদস্যকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
এদিকে, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে চলমান বিক্ষোভে দেশটির বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে শুক্রবারই নিহত হয়েছেন ছয়জন। সেই সঙ্গে বিক্ষোভ থেকে আটক করা হয়েছে চার হাজারেরও বেশি মানুষকে।
শুক্রবার দেশটির রাজধানীসহ অন্যান্য বিভিন্ন শহরে ইন্টারনেট বন্ধ রাখার পাশাপাশি জনসমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই নয়াদিল্লিতে অবস্থিত ভারতের অন্যতম বড় মসজিদ, জামা মসজিদের ভেতরে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। এসময় ভারতীয় পতাকা উত্তোলন করে সরকার ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান দেন তারা।
সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনপ্রাপ্ত সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের মধ্যে যে সব অমুসলিম মানুষরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তারা এবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই আইনেরই প্রতিবাদে গত ১৯ ডিসেম্বর উত্তাল হয়ে ওঠে দিল্লি।