নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জির নামে ভুয়া টুইটার অ্যাকাউন্ট
বিখ্যাত কোনো ব্যক্তিকে ব্যঙ্গ বা হাস্য-পরিহাস করতে তার নামে অন্যদের ফেক একাউন্ট খোলাটা সামাজিক গণমাধ্যমে কোনো নতুন ঘটনা নয়। ডিজিটাল যুগের স্বাভাবিক বিড়ম্বনা হিসেবেই এই ঝামেলা পোহাতে হয় বিখ্যাতদের।
বেশিরভাগক্ষেত্রেই রাজনীতিবিদ, ক্রীড়াবিদ বা চলচ্চিত্রের তারকাদের এই বিড়ম্বনা পোহাতে হলেও, এবার দেখা যাচ্ছে বিখ্যাত অর্থনীতিবিদেরাও এর ঝুঁকিমুক্ত নন।
পশ্চিমবাংলার নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জির নামেও সম্প্রতি টুইটারে দুটি নকল একাউন্ট খোলা হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনায় অংশ নেন অভিজিৎ ব্যানার্জি। সেখানে ভারতের অর্থনীতি নিয়ে ব্যাপক আলোচনা হয় তাদের মাঝে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সামাজিক গণমাধ্যমের আনুষ্ঠানিক পেজগুলোতে যা পরবর্তীতে সম্প্রচার করা হয়।
ওই আলোচনায় অর্থনৈতিক তথ্য-উপাত্তের বর্তমান সূচক বিবেচনায় অভিজিৎ জাপান এবং যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে ভারত সরকাকে আরও বড় আকারের প্রণোদনা প্যাকেজ দেওয়ার পরামর্শ দেন।
ওই সংলাপের পড়েই অভিজিৎ ব্যানারজ বা @AbhijitBanerj- নামের এক টুইটার একাউন্ট তৎপর হয়ে ওঠে।
টুইটারের ওই হ্যান্ডেল থেকে রাহুল গান্ধীর সঙ্গে অভিজিতের সাক্ষাৎকারের অংশবিশেষ নিয়ে বেশকিছু টুইট করা হয়।
এর মধ্যে এক টুইটে ভুয়া একাউন্টধারী কংগ্রেস সভাপতিকে ধন্যবাদও জানান।
তবে কিছুক্ষণের মধ্যেই একাউন্টটি যে ভুয়া তা প্রমাণিত হয়। সবার আগে তা প্রমাণ করেন আধুনিক ভারতের ঐতিহাসিক রামচন্দ্র গুহ। তিনি আসল অভিজিৎ ব্যানার্জির পক্ষ থেকে পাঠানো একটি বার্তা টুইট করেন।
ওই বার্তায় অভিজিৎ লিখেছেন, 'আপনি (রামচন্দ্র গুহ) যদি সামাজিক গণমাধ্যমে সক্রিয় হন, তাহলে দয়া করে কি এটা মানুষকে জানাবেন যে আমার কেউ একজন আমার নাম ভাঙ্গিয়ে একাউন্ট খুলে টুইট করছে। ওই একাউন্টের নাম -@AbhijitBanerj
রামচন্দ্র গুহের টুইটের পড়েই ডিজিটাল বই প্রকাশক জাগারনটবুকসের টুইটে অভিজিতের নামে খোলা আরেক ভুয়া একাউন্ট @abhijitbanerjee সম্পর্কে জানানো হয়। ওই একাউন্টটি অবশ্য নোবেল জয়ী অর্থনীতিবিদের নানা অর্জন সম্পর্কিত পোস্টে ভরা।
সর্ব ভারতীয় তৃনমূল সদস্য মহুয়া মিত্র অবশ্য সাফসাফ জানিয়ে দেন, টুইটারে অভিজিতের কোনো উপস্থিতি নেই।
তার সঙ্গে যোগ দিয়ে আরও অনেকেই ভুয়া একাউন্টের মাধ্যমে অভিজিতকে ব্যঙ্গ করা হচ্ছে, এই ধরনের সচেতনতা তৈরিতে টুইট করেন।