নোবেল শান্তি পুরস্কার পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী
নরওয়ের অসলোতে শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। শততম নোবেল শান্তি পুরস্কারটি শেষ পর্যন্ত তিনিই পেলেন।
নোবেল কমিটি জানিয়েছে, “শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের প্রচেষ্টার জন্য এবং বিশেষত প্রতিবেশি ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত সংঘাত নিরসনে নিষ্পত্তিমূলক উদ্যোগের জন্য আবিকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হল।”
শান্তিতে নোবেলের জন্য এ বছর মনোনয়ন পান ২২৩ জন ব্যক্তি এবং ৭৮টি প্রতিষ্ঠান।এদের মধ্যে ছিলেন সম্প্রতি জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ।
১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে একটি জমকালো অনুষ্ঠানে এ বছর নোবেল বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
প্রতিটি ক্ষেত্রের বিজয়ীকে ৯০ লাখ ক্রোনার (৯ লাখ ১৮ হাজার ডলার), একটি গোল্ড মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হয়।
আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এর আগে বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি ২০১৮ এবং ২০১৯ সালের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
পোলিশ লেখক ওলগা তোকারচুক ও অস্ট্রিয়ার পিটার হান্দকে যথাক্রমে ২০১৮ এবং ২০১৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন। গত বছর সাহিত্যে নোবেল প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির এক সদস্যের যৌন কেলেংকারির প্রেক্ষিতে সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রাখা হয়েছিল।