পণ্য বয়কট বন্ধের আহ্বান ফ্রান্সের
ফরাসি পণ্য বর্জন বন্ধের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ ফরাসি পণ্য, বিশেষত ফরাসি খাদ্যপণ্য বয়কটের ডাক দিয়েছে। এছাড়াও দেশগুলো মহানবী (স.) এর ব্যাঙ্গচিত্র প্রকাশের জন্য ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে।
'বয়কটের এই ডাক সম্পূর্ণ ভিত্তিহীন। ভিত্তিহীন এই বয়কটের ডাক এবং আমাদের দেশের বিরুদ্ধে একটি উগ্র সংখ্যালঘু গোষ্ঠীর পরিচালিত সব হামলা শীঘ্রই বন্ধ হওয়া উচিৎ।'
শ্রেণিকক্ষে ইসলাম ধর্মের নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারণে স্যামুয়েল প্যাটি নামের এক ইতিহাস শিক্ষককে হত্যা করে এক উগ্রবাদী মুসলিম যুবক। এই ঘটনার প্রতিবাদে ফ্রান্স ব্যঙ্গচিত্র প্রকাশ বন্ধ করবেনা বলে জানান ফান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ।
তার এই বক্তব্যের জের ধরেই ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে কিছু মুসলিম দেশ। জর্ডান, কাতার ও কুয়েতের অনেক দোকানের তাক থেকে ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে বিভিন্ন ফরাসি পণ্য। লিবিয়া, তুরস্ক অধিকৃত উত্তর সিরিয়া ও গাজার বিভিন্ন স্থানেও বিক্ষোভ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে বয়কটের পক্ষে প্রচারণা।