পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীও করোনায় আক্রান্ত
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার মাত্র কয়েক ঘন্টা পর খবর এল, তার স্ত্রী এবং পাকিস্তানের ফার্স্ট লেডি, বুশরা বিবিও করোনায় আক্রান্ত।
গতকালই দিনের শুরুতে খবর আসে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি কোভিড-১৯ টিকা নেওয়ার দুইদিন পর ভাইরাসটিতে তার আক্রান্ত হওয়ার কথা শনিবার গণমাধ্যমকে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে ইমরান খানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সৈয়দ জুলফি বুখারি এক টুইটবার্তায় ফার্স্ট লেডির করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তিনি লেখেন, "ভ্যাকসিন নিরাপদ এবং এটি অবশ্যই নেয়া উচিত। প্রধানমন্ত্রীকে ঠিক একদিন আগেই ভ্যাকসিন দেয়া হয়েছিল, কিন্তু তিনি তারও আগে থেকে জনসম্মুখে ছিলেন। দয়া করে নিজেকে এবং প্রিয়জনদের ভ্যাকসিন টিকা প্রদান করুন এবং ভ্যাকসিন সম্পর্কে ভুয়া সংবাদের বিরুদ্ধে সতর্ক থাকুন"।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর মুখপাত্র সিনেটর ফয়সাল জাভেদও এক টুইট বার্তায় নিশ্চিত করেন যে প্রধানমন্ত্রীর স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বুশরা বিবির দ্রুত সুস্থতা কামনা করেন।
ফার্স্ট লেডির শারীরিক অবস্থার ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করা হয় নি এখনো তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. ফয়সাল সুলতান গণমাধ্যমকে আশ্বস্ত করে বলেছেন যে, তিনি সুস্থ আছেন।
দক্ষিণ এশিয়ান দেশ পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশ বাড়ছে। দেশটির সরকারি হিসেবে গত শুক্রবার ৩ হাজার ৮৭৬ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি, যা কি না গত বছরের জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এ নিয়ে পাকিস্তানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২৩ হাজার ছাড়াল। এদের মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৭৯৯ জন।
সূত্র- হিন্দুস্তান টাইমস