পাকিস্তান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় জরুরি চিকিৎসা উপকরণ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
এশিয়ার তিন দেশ পাকিস্তান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে জরুরি চিকিৎসা উপকরণ সরবরাহ করেছে মার্কিন সরকার। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এ কথা জানানো হয়।
ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কর্তৃক পরিচালিত 'হেল্প সেভ লাইভস' বা জীবন বাঁচাতে সহায়তা কর্মসূচীর আওতায় এসব চিকিৎসা উপকরণ পাঠানো হচ্ছে। এ সরবরাহের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া জুড়ে করোনায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতের পথ সুগম হবে।
পাকিস্তানে স্বাস্থ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কর্মীদের জন্য ১,২০০ টি পালস অক্সিমিটার এবং ৩ লাখ ৪০ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করা হবে।
মালদ্বীপে এই জরুরী সহায়তা সেবার মাধ্যমে করোনার সম্মুখসারির যোদ্ধা এবং সর্বাধিক ক্ষতিগ্রস্তদের জন্য ৬০০টি পালস অক্সিমিটার এবং ২ লাখ ৯২ হাজার পিপিই প্রদান করা হবে।
অন্যদিকে, শ্রীলঙ্কায় করোনার বিস্তার রোধে স্বাস্থ্যকর্মীদের জন্য ৮ লাখ ৮০ হাজার পিপিই এবং ১, ২০০ পালস অক্সিমিটার বরাদ্দ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ।
- সূত্র- ডন