পিরিয়ডের সময় রান্না করলে নারীরা পরজন্মে কুকুর হয়ে জন্মাবে : ভারতীয় ধর্মগুরু
গুজরাট রাজ্যের ভুজ এলাকার স্বামীনারায়ণ মন্দির কেন্দ্রিক ধর্মীয় গুরু ‘নর-নারায়ণ দেবগড়ী’ স্বামী কৃষ্ণস্বরূপ দাসজি’র মতে, পিরিয়ড চলাকালীন যেসব স্ত্রী তাদের স্বামীর জন্য রান্না করবেন, তারা পরজন্মে এই পাপের শাস্তিস্বরূপ কুকুর হয়ে জন্মাবেন। আর তাদের হাতে রান্না খেলে পুরুষেরা ষাঁড় হয়ে জন্মাবেন।
ভিডিওতে কৃষ্ণস্বরূপ আরও বলেন, আমার মতামত কারও পছন্দ না হলে কিছুই যায়-আসে না। কিন্তু এসব কথা শাস্ত্রে লেখা আছে। নারীরা বোঝেন না, ঋতুস্রাব চলার সময় কঠিন তপস্যার মতো। আমারও এসব বলতে ভালো লাগছে না। কিন্তু সতর্ক করাটা আমার দায়িত্ব। পুরুষদের রান্না শিখে রাখা উচিত, এতে আপনাদের ভালো হবে।
মন্দিরের ইউটিউব চ্যানেলে থাকা এক ভিডিওতে দেখা গেছে গুজরাটি ভাষায় ধর্মীয় আলোচনা করার সময় তিনি এসব কথা বলছেন। তবে কৃষ্ণস্বরূপ ঠিক কবে কথাগুলো বলেছেন তা জানা যায়নি।
এদিকে স্বামী কৃষ্ণস্বরূপের এই বাণী নিয়ে এমন সময় সমালোচনার ঝড় উঠেছে, যার কিছুদিন আগেই স্বামীনারায়ণ মন্দির পরিচালিত একটি কলেজের হোস্টেলে ছাত্রীদের পিরিয়ড চলছে কি না তা পরীক্ষা করার অভিযোগ ওঠে।
পরীক্ষার নামে সেখানে ৬০ জনেরও বেশি ছাত্রীকে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। গত ১১ ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটে।
এরপরে ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার পুলিশ শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউড নামে কলেজটির অধ্যক্ষ, হোস্টেল রেক্টর এবং এক পিয়নকে গ্রেপ্তার করেছে।