প্রাণঘাতী মহামারি: আক্রান্ত ১২ লাখ, মৃত্যু সাড়ে ৬৪ হাজার
জ্ঞান-বিজ্ঞানের চরম বিকাশের যুগেও মানুষ অসহায় নতুন ধরনের ইনফ্লুয়েঞ্জা (জ্বর, সর্দি ও কাশি) ভাইরাসের কাছে। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটছে বিশ্বব্যাপী।
চোখের পলকেই তৃতীয় বিশ্বে রাজনৈতিক পালাবদল আনয়নে সক্ষম বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্রও কোভিড-১৯ নিয়ে আতঙ্কে আছে।
যুক্তরাষ্ট্রে সংক্রমণ দ্রুতগতিতে বিস্তারের কারণেই এখন বৈশ্বিক আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২ হাজার ৮২৭ জন বলে জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্র। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১২ হাজার ৭৬ জন। স্পেনে এক লাখ ২৬ হাজার ১৬৮ জন, ইতালিতে ১ লাখ ২৪ হাজার ৬৩২, জার্মানিতে ৯৬ হাজার ৯২ এবং ফ্রান্সে ৯০ হাজার ৮৪৮ জন।
সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে, যার সংখ্যা ১৫ হাজার ৩৬২ জন। এরপরেই স্পেন, সেখানে প্রাণহানি হয় ১১ হাজার ৯৪৭ জনের। যুক্তরাষ্ট্রে গতকাল শনিবার নাগাদ মৃতের সংখ্যা ৮ হাজার ১৬২ জনে উন্নীত হয়।
ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইরানের তা যথাক্রমে ৭ হাজার ৫৬০, ৪হাজার ৩১৩ এবং ৩ হাজার ৪৫২ জন। সেই তুলনায় করোনাভাইরাসের উৎসস্থল চীনে মারা গিয়েছিলেন মাত্র ৩ হাজার ২০৭ জন মানুষ।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউইয়র্কে, যার সংখ্যা দুই হাজার ৬২৪ জন।
এই অবস্থায় করোনা মোকাবেলায় গঠিত বিশেষ টাস্ক ফোর্সের সংবাদ সম্মেলনে মার্কিন জনতাকে আরও বেশি মৃত্যু ঘটতে চলেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত শুক্রবার নাগাদ একদিনে সবচেয়ে বেশি ১৪৮০ জন মার্কিনীর মৃত্যুর পরই ট্রাম্প আরও বড় সংখ্যায় প্রাণহানির শঙ্কা প্রকাশ করেন।