প্রিন্স ফিলিপের জীবনাবসান
ব্রিটেনের রাজপরিবারের সদস্য, ডিউক অব এডিনবার্গ এবং রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৯৯ বছর।
বিবিসি'র এক খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে বাকিংহাম প্যালেস থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে প্রিন্স ফিলিপের মৃত্যুর বিষয়টি ঘোষণা করা হয়।
আনুষ্ঠানিক ওই বিবৃতিতে বলা হয়, "অত্যন্ত গভীর বেদনার সঙ্গে মহামান্য রাণী তার প্রিয় স্বামী, ডিউক অব এডিনবার্গ হিজ রয়্যাল হাইনেস প্রিন্স ফিলিপের মৃত্যু ঘোষণা করেছেন।"
বিবৃতিতে বলা হয়, "হিজ রয়্যাল হাইনেস আজ সকালে উইন্ডসর ক্যাসেলে শান্তিময়ভাবে তার শেষ নিশ্বাস ত্যাগ করেন।"
প্রিন্স ফিলিপের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
এক বিবৃতিতে তিনি বলেন, "প্রিন্স ফিলিপ অসংখ্য তরুণের জীবনকে অনুপ্রাণিত করে গেছেন। যুক্তরাজ্যে, কমনওয়েলথভুক্ত দেশগুলোতে এমনকি বিশ্বজুড়েই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের শ্রদ্ধা পেয়েছেন প্রিন্স ফিলিপ।"
১৯৪৭ সালে প্রিন্সেস দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার বিয়ে হয়। তার প্রায় পাঁচ বছর পর রানী হন দ্বিতীয় এলিজাবেথ। এ দম্পতির চারটি সন্তান রয়েছে।