ফাইজারের দাবি: ৫-১১ বছর বয়সী শিশুদের জন্যে তাদের টিকা নিরাপদ ও কার্যকর
শিশুদের ওপর পরিচালিত কোভিড টিকার মানব ট্রায়ালে সফলতা পেয়েছে মার্কিন ওষুধ শিল্পের জায়ান্ট ফাইজার ইঙ্ক ও তাদের জার্মান সহযোগী সংস্থা বায়োএনটেক এসই। পরীক্ষায় ৫-১১ বছর বয়সীদের দেহে এটি ইতিবাচক রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে বলে আজ সোমবার (২০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তাদের পক্ষ থেকে জানানো হয়।
সফলতা আসায় খুব শিগগির ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অনুমোদনের জন্য আবেদন করা হবে।
সংস্থা দুটি বলেছে, মানব ট্রায়ালের শেষ পর্যায় বা তৃতীয় ট্রায়ালে, ৫-১১ বছর বয়সীদের মধ্যে টিকাটি ১৬-২৫ বছর বয়সীদের মতো মাত্রায় রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে। এ বয়সী শিশুদের মধ্যে টিকার পার্শ্বপ্রতিক্রিয়াও বয়স্কদের মতোই খুবই কম, ফলে এটি নিরাপদ প্রমাণিত হয়েছে।
এমন সময় এ ঘোষণা এলো যখন যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে কোভিড-১৯ সংক্রমিত হওয়ার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত জুলাই থেকে এপর্যন্ত যা বেড়েছে ২৪০ শতাংশ। একারণে তাদের টিকাকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ফাইজারের প্রধান নির্বাহী অ্যালবার্ট বৌরলা।
সেখানে আরও বলা হয়, "ট্রায়ালের ভিত্তিতে পাওয়া ইতিবাচক ফলাফল আমাদের টিকাটির অনুমোদন প্রাপ্তির ভিত্তি দৃঢ় করেছে। খুব শিগগির আমরা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থায় আবেদন করব।"
চলতি মাসের শুরুতে সংশ্লিষ্ট দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, কম বয়সের শিশুদের ক্ষেত্রে ফাইজার টিকা নিরাপদ কিনা- সেবিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কোম্পানিটি আনুষ্ঠানিক আবেদনের তিন সপ্তাহের মধ্যে নিজ সিদ্ধান্ত জানাবে এফডিএ।
শিশুদের জন্য ফাইজারের আবিষ্কৃত টিকার নাম কমিরনেটি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কিছু উন্নত দেশে, ১২ বছর বয়সীদের টিকাদানে এটি ব্যবহারের অনুমোদন পেয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে অতি-সংক্রামক ডেল্টা ভেরিয়েন্টের কারণে হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যু বেড়েছে। ১২ বছরের কম বয়সীদের টিকা না দেওয়ায়, তাদের মধ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ ঘটনা শিশুদের জন্যও ডেল্টার ভয়াবহ হুমকি তুলে ধরে।
তাই মার্কিন বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত এসব শিশুকে টিকার আওতায় আনা গেলে চলতি শরতকালের ক্রমবর্ধমান সংক্রমণ সংখ্যা নিয়ন্ত্রণে আসবে। তাছাড়া, সাড়া দেশে স্কুল পুনরায় সচল হওয়ায় টিকাকরণের গুরুত্ব অপরিহার্য হয়ে উঠেছে।
- সূত্র: ডেইলি মেইল