ফাহিম হত্যাকাণ্ড: পেশাদার খুনির কাজ!
বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ 'পাঠাও'র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নৃশংসভাবে খুন করার আগে পিছু নিয়েছিল আপাদমস্তক কালো পোশাক পরা এক লোক, বলেছে স্থানীয় পুলিশ।
খুনির শরীরজুড়ে ছিল কালো পোশাক। মুখে কালো মাস্ক। তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম যখন তার অ্যাপার্টমেন্টের বিলাসবহুল কন্ডোর লিফটে উঠছিল, তার পেছনেই ছিল খুনি।
তারপর ইলেক্ট্রিক স্টান গান ব্যবহার করে ফাহিমকে সে নিশ্চল করে ফেলে বলে গোয়েন্দাদের ধারণা।
এর কিছুক্ষণ পর, ফাহিমকে খুন করে, ইলেক্ট্রিক করাতের সাহায্যে তার শিরচ্ছেদ ও নানা অঙ্গ-প্রত্যঙ্গ টুকরো টুকরো করে ফেলে খুনি।
যদিও এ ঘটনার পুলিশি তদন্ত এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবু ৩৩ বছর বয়সী ফাহিমের এমন নৃশংস খুন হওয়া নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী আনুষ্ঠানিকভাবে বুধবার গণমাধ্যমে এসব তথ্য জানায়। এর আগে মঙ্গলবার ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে, নিজ অ্যাপার্টমেন্টে ময়লা ফেলার প্লাস্টিক ব্যাগে ফাহিমের খণ্ড-বিখণ্ড মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
গত বছর ২.২৫ মিলিয়ন মার্কিন ডলারে ফাহিমের কেনা সেভেন-স্টোরি ইউনিটের অ্যাপার্টমেন্টের ভেতরে এবং দালানে বুধবারও পুলিশ তদন্ত অব্যাহত রাখে। এই অ্যাপার্টমেন্টের প্রতি ফাহিম তার অনুরাগের কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হরদম প্রকাশ করতেন।
অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা নিরাপত্তা সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও নিহতের বোনের সঙ্গে কথা বলার কাজ ইতোমধ্যেই সেরেছেন তদন্তকারীরা।
তাদের বিশ্বাস, সারাদিন ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পেয়ে, খোঁজ নিতে অ্যাপার্টমেন্টটিতে তার বোন যখন আসেন, তাতে খুনির কাজ 'সম্পন্ন' করায় বিঘ্ন ঘটে।
গোয়েন্দাদের ধারণা, ফাহিমের বোনকে বিল্ডিংটির সিঁড়ি বেয়ে ওঠতে দেখে অ্যাপার্টমেন্টের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় ওই আততায়ী।
খুনি কী করে বিল্ডিংয়ে প্রবেশ করল, সে ব্যাপারে এখনই মন্তব্য করতে রাজি নন পুলিশ বিভাগের মুখপাত্র। তবে ওই সম্পত্তির ব্যবস্থাপনা কোম্পানি জানিয়েছে, বিল্ডিংয়ে কোনো দ্বাররক্ষী না থাকলেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল।
মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখে, একটি ইলেকট্রিক করাত বিদ্যুৎ লাইনে সংযুক্ত ছিল এবং খুনি খুনের চিহ্ন পরিষ্কারের কিছু সরঞ্জাম ফেলে গেছে।
বুধবার যে কর্মকর্তা এ ঘটনাকে 'পেশাদার খুনির কাজ বলে মনে হওয়া'র কথা বলেছেন, তিনি এটিকে একটি 'হিট' বা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন। তবে খুনের উদ্দেশ্য জানা কিংবা কোনো সন্দেহভাজন শনাক্ত হয়েছে কি না, এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি পুলিশের মুখপাত্র।
- সূত্র: নিউইয়র্ক টাইমস