ফ্লাইট চালু হলেও বাংলাদেশসহ ৭ দেশের প্রবাসীরা যেতে পারবেন না কুয়েতে
আগস্টের প্রথম দিন থেকেই আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। এরই ধারাবাহিকতায় বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণাও দেয় উপসাগরীয় এ দেশটি। বিশ্বের প্রায় সব দেশের নাগরিকরা এখন থেকে কুয়েতে আসা যাওয়া করতে পারলেও বাংলাদেশসহ ৭টি দেশের প্রবাসীরা এখনই ফিরতে পারবেন না কুয়েতে।
এই সাতটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, শ্রীলংকা ও ফিলিপাইন।
কুয়েত মন্ত্রিসভার মুখপাত্র, সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন (সিজিসি) এর টুইটে উল্লেখ করা এক পোস্টের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক কুয়েত টাইমস বৃহস্পতিবার তাদের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করেছে।
এদিকে কুয়েতের বাইরে থাকা প্রবাসীরা যখন কুয়েত ফিরতে প্রস্তুতি নিচ্ছিলেন তখন বাংলাদেশসহ ৭ দেশের প্রবাসীরা কুয়েত প্রবেশ করতে পারবেন না এমন খবরে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী।