কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, ৪৯ জন নিহত
কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মাঙ্গাফ শহরে শ্রমিকদের একটি আবাসিক ভবনে বুধবার (১২ জুন) ভোরে আগুন লেগে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন।
মেজর জেনারেল ঈদ রাশেদ হামাদ জানান, স্থানীয় সময় সকাল ৬টায় ঘটনাটি কর্তৃপক্ষকে জানানো হয়।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে আরেক জ্যেষ্ঠ পুলিশ কমান্ডার বলেছেন, 'যে ভবনে আগুন লেগেছে সেখানে শ্রমিকেরা থাকতেন এবং সেখানে অসংখ্য শ্রমিক ছিলেন। কয়েক ডজন লোককে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আগুনের ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে অনেক মানুষ মারা গেছেন।'
তিনি বলেন, 'আমরা সবসময় সতর্ক থাকি এবং একটি ভবনে গাদাগাদি করে অনেক শ্রমিককে রাখার বিরুদ্ধে ভবন মালিকদের বারবার সতর্ক করি।'
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে চারজন মারা গেছেন। এই চারজন পুলিশের নিশ্চিত করা ৩৫ জনের বাইরে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি সময় ভবনটির মালিককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শেখ ফাহাদ বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে রিয়েল এস্টেট মালিকদের লোভই এসব দুর্ঘটনার কারণ।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি