বাংলাদেশিসহ ইউরোপগামী ৫০০ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে লিবিয়া
সমুদ্রপথে নৌকায় করে ইউরোপ যাওয়ার পথে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে লিবিয়ার পোস্টগার্ড। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটি জানায়, রোববার অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি ধরা পড়ে। এরপর তাদের লিবিয়ায় আগত অভিবাসী ও শরণার্থীদের অন্যতম শহর জাভিয়ার একটি তেল শোধনাগার পয়েন্টে নামানো হয়।
ধরা পড়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, সুদান, সোমালিয়া ও সিরিয়ার নাগরিক রয়েছে।
সাম্প্রতিক সময়ে এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে সমুদ্রপথে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে। লিবিয়ার কোস্টগার্ডের হাতে ধরা পড়ার ঘটনাটি ইউরোপগামীদের ধরা পড়ার সর্বশেষ ঘটনা।
এর আগে, গত শনিবার লিবিয়ার কোস্টগার্ড ৯০ জন্য অভিবাসীকে আটক করে। এদের মধ্যে আট নারী ও তিন শিশু যাত্রীও ছিল। পরবর্তীতে তাদের ত্রিপোলি ফেরত পাঠানো হয়।
নৌকা থেকে দুই অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ পাওয়ার কথাও জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। এছাড়া, সমুদ্রে নিখোঁজ রয়েছেন আরও ৪০ জন।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, শুক্রবার শতাধিক নারী ও শিশুসহ পশ্চিমাঞ্চলীয় গারগারেশ থেকে চার হাজার অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়।
নিরাপত্তার স্বার্থে অবৈধ অভিবাসী ও মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছে লিবিয়ার প্রশাসন। তবে, এখন পর্যন্ত মানবপাচারকারী বা চোরচালানকারী কাউকে গ্রেপ্তারের তথ্য দেয়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।