বাবা-মাকে নিয়ে গেলেই রেস্তোরাঁয় ২০% ছাড়!
জীবনযাত্রা যত আধুনিকতর হচ্ছে, যত ব্যস্ততা বাড়ছে, পরিবারের জন্য যেন সময় কমে যাচ্ছে আমাদের। এর মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গে হাওড়ার এক রেস্তোরাঁ মালিক নিয়ে এলেন এক অভিনব অফার।
হাওড়ার উলুবেড়িয়ার এক রেস্তোরাঁর মালিক বৃদ্ধ বাবা-মায়েদের নিয়েই ভেবেছেন একেবারে অন্য ভাবনা। ওই রেস্তোরাঁয় বৃদ্ধ বাবা-মাকে সঙ্গে নিয়ে লাঞ্চ বা ডিনার করলেই মিলবে ২০ শতাংশ ছাড়।
এই ঘোষণা ছড়িয়ে পড়তেই ওই রেস্তোরাঁয় বয়স্ক বাবা-মায়েদের সঙ্গে নিয়ে হাজির হচ্ছেন সন্তানেরা। ইন্ডিয়ান একপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেল।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রেস্তোরাঁর মালিক সমীরণ গোস্বামী বলেন, “অভিজ্ঞতা থেকে দেখেছি সাধারণত স্বামী-স্ত্রীরাই রেস্তোরাঁয় আসেন। তাদের সঙ্গে বয়স্ক বাবা-মায়েদের কখনো দেখা যায় না। দিন দিন বাবা-মায়েদের প্রতি ছেলে-মেয়েদের দায়বদ্ধতাও অনেক কমে যাচ্ছে। আমরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এইরকম চিন্তা-ভাবনা থেকেই বিষয়টা মাথায় এসেছিল। এর দুটো দিক আছে। একটা সামাজিক আর একটা ব্যবসায়িক।”
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে পশ্চিমবঙ্গের হাওড়ার উলুবেড়িয়ায় চালু হয়েছে এই রেস্তোরাঁ। এতদিন নানা ধরনের অফার চলেছে। কতৃপক্ষ জানিয়েছে, আগামী ডিসেম্বর পর্যন্ত নতুন ২০ শতাংশের ছাড়ের অফার জারি থাকবে। গত ২৩ জানুয়ারী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিন থেকে শুরু হয়েছে এই বিশেষ অফার।