বিমান থেকে পড়ে অন্তত ৩ জনের মৃত্যু, পাখা আঁকড়েই কাবুল ছাড়তে মরিয়া মানুষ
কাবুল বিমানবন্দরে বিমান উড়ার পর অন্তত তিন ব্যক্তি বিমান থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রগামী বিমানের পাখায় আশ্রয় নিয়ে তারা দেশ ছাড়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
আফগানিস্তানের টোলো নিউজের সূত্রানুসারে এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিও তুলে ধরা হয়। ভিডিওতে দেখা যায়, বিমান উড্ডয়নের পর আকাশ থেকে বিন্দু বিন্দু আকারের কিছু পড়ছে।
টুইটারে ভিডিওটি শেয়ার করে টোলো নিউজের তারিক মাজিদি লিখেন, "আমেরিকান বিমানের টায়ার কিংবা পাখার আড়ালে লুকিয়ে পালানোর চেষ্টারত কাবুলের তিন বাসিন্দা স্থানীয় মানুষের বাড়ির ছাদে পড়ে নিহত হন। কাবুলের ভয়াবহ পরিস্থিতির জন্যই তাদের মৃত্যু ঘটেছে।"
এছাড়া, অন্যান্য ভিডিওতে দেখা যায় যে, রানওয়ে ছেড়ে যাওয়া মার্কিন বিমানের পিছে ছুটছে অসংখ্য মানুষ। অনেকেই বিমানের পাখা ধরে উঠার চেষ্টা করছেন।
এর বাইরে, বিমানবন্দরের টারমাকে বিমানে উঠার জন্য হাজারো বেসামরিক আফগান নাগরিক মরিয়া হয়ে ছোটাছুটি করতে দেখা যায়। অনেকেই ধাক্কাধাক্কি করে বিমানের সিঁড়ি দিয়ে উঠার চেষ্টা করেন।
বিমানবন্দরের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামা কারজাই বিমানবন্দরের ফাঁকা গুলি চালায় মার্কিন সেনারা।
কাবুলের বাণিজ্যিক সকল বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে। কেবল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সামরিক বিমান পরিচালনা করছে।