বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ ১,৮৩,০০০ হাজার জন আক্রান্ত : ডব্লিওএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত রোববার (২১ জুন) নাগাদ একদিনে সর্বোচ্চ এক লাখ ৮৩ হাজার জন বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে। জাতিসংঘের বৈশ্বিক জনস্বাস্থ্য বিষয়ক সংস্থাটির নিজস্ব গণনায় ২৪ ঘণ্টার ব্যবধানে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এদিন সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে, ৫৪ হাজার ৭৭১ জন। ৩৬ হাজার ৬১৭ জন নিয়ে তারপরেই আছে যুক্তরাষ্ট্র। প্রতিবেশী ভারত ১৫ হাজার ৪০০টি নতুন সংক্রমণ নিয়ে এরপরেই স্থান করে নেয়।
মূলত, এই তিনটি দেশের মহামারি পরিস্থিতি তীব্র আকার ধারণ করার প্রেক্ষিতে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যাও বেড়েছে। খবর পাবলিক রেডিও আর্মেনিয়ার।
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন সংক্রমণ শনাক্তের সংখ্যা বৃদ্ধির ঘটনাটি বেশ কিছু ইঙ্গিত দেয়। এর মাধ্যমে যেমন করোনা টেস্টের ব্যাপক পরীক্ষার সূচক পাওয়া যাচ্ছে, ঠিক তেমনি সংক্রমণ ছড়িয়ে পড়ার তীব্র গতিও উঠে এসেছে।
চলমান বিশ্ব মহামারিতে এখন পর্যন্ত ৮৭ লাখ ৮ হাজার ৮টি সংক্রমণের কথা জানিয়েছে ডব্লিউএইচও। যাতে মারা গেছেন মোট চার লাখ ৬১ হাজার ৭১৫ জন। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় চার হাজার ৭৪৩টি মৃত্যুর সংখ্যা বাড়ে। প্রায় দুই-তৃতীয়াংশ প্রাণহানি হয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে।