বিয়ে নিয়ে আমার উদ্বেগ ছিল: মালালা
গত সপ্তাহে সঙ্গী আসের মালিককে বিয়ে করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। সম্প্রতি বিবিসির অ্যান্ড্রু মার শোতে ২৪ বছর বয়সী পাকিস্তানি এই নারী অধিকারকর্মী বলেন, বিয়ে নিয়ে 'উদ্বিগ্ন' ছিলেন তিনি।
বেশ কয়েক মাস আগে ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে সম্পর্কে 'উদ্বেগ' প্রকাশ করেন মালালা। গত সপ্তাহে বিয়ের পর তার অতীতের মন্তব্য নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।
অ্যান্ড্রু মারের করা প্রশ্নে তিনি বলেন, "আমি বিয়ের বিপক্ষে ছিলাম না, বিয়ে নিয়ে উদ্বিগ্ন ছিলাম। বিশ্বজুড়ে অনেক মেয়ের জন্যই সত্য এটি। বাল্যবিবাহ, জোরপূর্বকভাবে বিয়ে, কিংবা বৈবাহিক সম্পর্কে ক্ষমতার ভারসাম্যহীনতা সম্পর্কে যারা জানে তারা সবাই বিয়ে নিয়ে চিন্তিত থাকে।"
এছাড়া, বৈবাহিক জীবনে পুরুষের চেয়ে নারীরা অনেক ক্ষেত্রেই বেশি আপস করে বলেও উল্লেখ করেন তিনি। মালালা বলেন, "এই প্রথাগুলো পিতৃতন্ত্র-সৃষ্ট ও নারীবিদ্বেষী। তাই আমাদের উচিত বর্তমান সিস্টেমকে প্রশ্ন করা।"
স্বামী আসের সম্পর্কে তিনি বলেন, "আমি এমন একজন ব্যক্তিকে খুঁজে পেয়ে ভাগ্যবান, যিনি আমার মূল্য বোঝেন। তিনি আমাকে বোঝেন এবং আমাদের মধ্যে বেশ মিল রয়েছে।"
বুধবার (১০ নভেম্বর) সামাজিক মাধ্যম টুইটারে করা পোস্টে মালালা নিজেই তার বিয়ের কথা জানান।
বার্মিংহামে ছোট ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হয় তার। বিয়ের ছবিসহ ওই টুইটে মালালা লিখেন, "আজ আমার জীবনের এক অমূল্য দিন। আসের ও আমি জীবনসঙ্গীর বন্ধনে আবদ্ধ হলাম। (যুক্তরাজ্যে) বার্মিংহামের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের ছোট্ট অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। আপনারা সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন। আগামী দিনগুলো নিয়ে আমরা দুজনেই ভীষণ উত্তেজিত।"
তার স্বামী আসের মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরম্যান্স জেনারেল ম্যানেজার। 'ক্রিকেটের প্রতি তার প্যাশন আছে,' বলে উল্লেখ করেন মালালা।
আসের মালিকের লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ২০২০ সালের মে মাসে পিসিবির পদে যোগ দেন তিনি। এছাড়া তার ইনস্টাগ্রাম প্রোফাইলেও ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন ইভেন্টের ছবি পাওয়া গেছে।
পিসিবিতে যোগ দেওয়ার আগে একটি অ্যামেচার ক্রিকেট লিগের উচ্চপদে কর্মরত ছিলেন আসের। ইএসপিএন ক্রিকইনফো সূত্র অনুযায়ী, এর আগে তিনি একটি প্লেয়ার-ম্যানেজমেন্ট এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক এবং 'লাস্ট ম্যান স্ট্যান্ড' নামক একটি অ্যামেচার লিগের ফ্র্যাঞ্চাইজি মালিক ছিলেন।
পাকিস্তানি সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস-এর সঙ্গে একজন অপারেশনাল ম্যানেজার হিসেবেও কাজ করেছেন আসের। এর বাইরে তিনি নিজেও একটি প্লেয়ার ম্যানেজমেন্ট এজেন্সি চালিয়েছেন।
২০১২ সালে তিনি লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে ব্যাচেলর'স ডিগ্রি লাভ করেছেন। পড়ালেখার বাইরে থিয়েটারের সাথেও যুক্ত ছিলেন আসের। 'ড্রামালাইন' নামের একটি থিয়েটার সংগঠনের সভাপতি হিসেবেও কাজ করেছেন।
মালালা ইউসুফজাইয়ের সঙ্গে আসের মালিকের ঠিক কবে কীভাবে পরিচয়, তা এখনো স্পষ্ট নয়। তবে ২০১৯ সালের জুন থেকেই তারা একে-অপরকে চেনেন বলে জানা গেছে।
২০১৪ সালের অক্টোবরে ভারতীয় শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থির সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পান ১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের মিঙ্গোরায় জন্ম নেওয়া মালালা ইউসুফজাই। এসময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। ফলে সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী হিসেবেও ইতিহাসে নাম লেখান তিনি।
মালালার পিতামাতা মেয়ের এ বিয়েকে 'পরিণয়ের পারিবারিক পরিণতি' বলে উল্লেখ করেছেন।
- সূত্র- বিবিসি