ভারতীয় সেনাবাহিনীতেও করোনা রোগী
নোভেল করোনা ভাইরাসের রোগী ধরা পড়েছে ভারতীয় সেনাবাহিনীতেও। লাদাখের লেহ শহরে মোতায়েন করা ৩৪ বছর বয়সী এক জওয়ানের নমুনায় মিলল কোভিড-১৯ এর সন্ধান। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
জানা গেছে, ওই জওয়ান 'স্নো ওয়ারিয়র্স' নামে সেনার পদাতিক বাহিনীর অন্তর্গত লাদাখ স্কাউটস-এর সদস্য। গত ২৭ ফেব্রুয়ারি তার বাবা ইরান থেকে বাড়ি ফিরেন। সে সময় এই জওয়ান ছুটিতে বাড়ি গিয়েছিলেন। গত ২ মার্চ কাজে যোগ দেওয়ার পরে পরীক্ষায় তিনি পজিটিভ প্রমাণিত হন। খবর হিন্দুস্তান টাইমসের।
জওয়ানের বাবাকে গত ২৯ ফেব্রুয়ারিতে লাদাখ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয় এবং সেখানে গত ৬ মার্চ তার নমুনায় কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়। একদিন পরে জওয়ানকেও আইসোলেশনে পাঠানো হয়।
সেনা সূত্রে জানা যায়, কাজে যোগ দিলেও নিজের গ্রামে বাস করে পরিবারকে সাহায্য করছিলেন ওই জওয়ান। তার স্ত্রী, বোন ও শিশুদেরও হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এদিকে, অন্য এক সেনার শরীরে করোনার উপসর্গ দেখা দিলেও তাকে পুনের সেনা হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে এখনও তার নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়নি।
ভারতে এখনও পর্যন্ত ১৪৭ জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব প্রমাণিত হয়েছে। সংক্রমণের জেরে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।