ভারতের নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/12/24/harsh_vardhan_shringla.jpg)
ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) ভারতের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শ্রিংলাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর সংবাদ থেকে জানা যায়, বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। এর পরেই দায়িত্ব গ্রহণ করবেন শ্রিংলা।
ভারতের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটির তরফে তার নিয়োগে ছাড়পত্র দেয়া হয়।
১৯৮৪ ব্যাচের আইএফএস (ইন্ডিয়ান ফরেন সার্ভিস) অফিসার হর্ষবর্ধন শ্রিংলা। ৩৫ বছরের কূটনৈতিক চাকরি জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ও থাইল্যান্ডের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম. ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকায় জাতিসংঘের ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
হর্ষবর্ধন ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব নিয়ে এসেছিলেন।