ভারতের নাগরিকত্ব আইনকে বিভ্রান্তিকর বললেন অমর্ত্য সেন
সংশোধিত নাগরিক আইন ও জাতীয় জন্মনিবন্ধন ব্যবস্থা (এনপিআর) নিয়ে ভারত যখন উত্তপ্ত, তখন মুখ খুললেন দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেন।
বুধবার কলকাতার এশিয়াটিক সোসাইটিতে এশিয়াটিক সোসাইটি ও প্রতীচী ইনস্টিটিউটের যৌথ প্রতিবেদন প্রকাশের এক অনুষ্ঠানে এনপিআর প্রসঙ্গে তিনি বলেন, ‘এটিকে আমি একটি বিভ্রান্তিমূলক আইডিয়া মনে করি। ভারতের সংবিধানের সঙ্গে এটি সাংঘর্ষিক। সংবিধানে বলা আছে, কোনো সম্প্রদায়ের প্রতিই বৈষম্য করা যাবে না। এটি বৈষম্যমূলক, অসাংবিধানিক ও অমানবিক।’
বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এনপিআরের কারণে আদিবাসীদের নাগরিকত্বের অধিকার ক্ষতিগ্রস্ত হবে কি না, জানতে চাইলে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, আদিবাসী কিংবা অ-আদিবাসী- সবার নাগরিকত্বের অধিকারই এটি ক্ষুণ্ণ করবে।
এ সময়ে তিনি উল্লেখ করেন, ‘আমার নিজেরই তো কোনো বৈধ জন্মসনদ নেই। আমার বাবা-মারও কোনো জন্মসনদ ছিল না।’
১৯৭২ সাল থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শিক্ষকতা ও কর্মজীবন কাটাচ্ছেন ৮৬ বছর বয়সী এই বিশ্বজুড়ে সম্মানিত ব্যক্তিত্ব।