ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকার দলীয় প্রভাবশালী রাজনীতিক অমিত শাহ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। রোববার তিনি নিজে টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
অমিত শাহ লিখেছেন, "করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ টের পাওয়ার পর আমি নমুনা পরীক্ষা করিয়েছি। রেজাল্ট 'পজিটিভ' এসেছে। আমার স্বাস্থ্য ভালোই, তবু চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি।"
হিন্দিতে লেখা ওই বার্তায় তিনি গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করার এবং আইসোলেশনে থাকার অনুরোধ জানান।
এদিকে রোববার সকালে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির উত্তর প্রদেশের মন্ত্রী কমল রানী বরুণ। লখনৌর সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।
অন্যদিকে, রোববার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে গত দুইদিনে শনাক্ত হয়েছেন ১ লাখ রোগী।