ভারতে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে, একদিনে সর্বোচ্চ সংক্রমণ
দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র ভারত, করোনাভাইরাস সৃষ্ট মহামারি বিস্তারের দিক থেকে এখন সমগ্র এশিয়ার মাঝে এক 'হটস্পটে' পরিণত হয়েছে।
আজ রোববার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্যের বরাতে জানা গেছে, মোট আক্রান্তের সংখ্যা এখন ৯০ হাজার ৯২৭ জন। আর সর্বমোট প্রাণহানি হয়েছে দুই হাজার ৮৭২টি।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন চার হাজার ৯৮৭ জন। একদিনে এতবেশি মানুষের আক্রান্তের এটাই সর্বোচ্চ রেকর্ড। একইসময়ে মারা গেছেন আরও ১২০জন। খবর লাইভমিন্টের।
তবে ভারতের জন্য আশার কথা হলো; দেশটির সরকার ও স্বাস্থ্য কর্তৃপক্ষের আপ্রাণ চেষ্টায় সুস্থ হয়ে ওঠাদের সংখ্যাটা নেহাত কম নয়। এখন পর্যন্ত প্রতিবেশী দেশটিতে সুস্থতা লাভ করেছেন ৩৪ হাজার ১০৮ জন।
শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হন তিন হাজার ৯৫৬ জন।
নিশ্চিত সংক্রমণের সংখ্যা বিচারে ভারত এখন- বিশ্বের ১১তম করোনাভাইরাস প্রভাবিত রাষ্ট্র। ভাইরাসটি সবচেয়ে বেশি ছড়িয়েছে মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, চেন্নাই, পুনেসহ দেশটির প্রধান প্রধান নগরীগুলোতে। পুরো দেশে যত মানুষ আক্রান্ত হন তাদের অধিকাংশই এসব শহরের স্থায়ী-অস্থায়ী বাসিন্দা।
এদিকে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে করোনা পরীক্ষার সক্ষমতা আরও বৃদ্ধির দাবি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তাদের দাবি, বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট পাঁচ শতাধিক গবেষণাগারে দৈনিক এক লাখ করোনা টেস্ট করা হচ্ছে। এবং এখন পর্যন্ত করা হয়েছে ২০ লাখ করোনা পরীক্ষা।