ভারতে টিকা জরুরি প্রয়োগের অনুমোদন চেয়েছে ফাইজার
ভারতীয় নিয়ামক সংস্থার কাছে নিজেদের তৈরি কোভিড-১৯ টিকার জরুরি প্রয়োগের অনুমোদন চেয়েছে ফাইজার ইঙ্কের স্থানীয় শাখা। যুক্তরাজ্য এবং বাহারাইনে মূল কোম্পানিটি জরুরি টিকা বিষয়ক সবুজ সংকেত পাওয়ার পর ভারতেও একই স্বীকৃতি চাওয়া হলো।
আজ রোববার (৬ ডিসেম্বর) বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত এক সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর ব্লুমবার্গের।
স্থানীয় শাখাটি ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই বিক্রির জন্য টিকা আমদানির অনুমতি চেয়েছে। ভারতের 'নতুন ওষুধ ও ক্লিনিক্যাল ট্রায়াল' শীর্ষক ২০০৯ সালের প্রণীত আইনের থাকা বিশেষ বিবেচনার আওতায় এসংক্রান্ত আবেদন জমা দেয় কোম্পানিটি।
সংশ্লিষ্ট একটি সূত্রের উল্লেখ করে পিটিআই এসব তথ্য জানায়। তবে সরকারি প্রতিক্রিয়া তারা তুলে ধরেনি।
প্রকাশিত সংবাদে জানানো হয়, প্রথম টিকা প্রস্তুতকারক সংস্থা হিসেবে গত ৪ ডিসেম্বর ভারতে অনুমোদন চেয়েছে ফাইজার।
তবে স্থানীয় গণমাধ্যম নিউজ-১৮'কে ফাইজার ইন্ডিয়া জানায়, তারা বিদ্যমান আইনের আওতায় ভারত সরকারের কাছে তাদের টিকাটি বিক্রির সুযোগ চায়। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বীকৃতি মিললে তারা আমদানি করে তা সরাসরি সরকারি সংস্থার কাছে সরবরাহ করবে।
ইতোপূর্বে, গত সপ্তাহে প্রথম দেশ হিসেবে ফাইজার/ বায়েএনটেকের তৈরি ভ্যাকসিনের জরুরি প্রয়োগে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য।