ভারতে ট্রেন চাপা পড়ে নিহত ১৫ অভিবাসী শ্রমিক
মহারাষ্ট্রের আরঙ্গাবাদ শহরে মালবাহী ট্রেনের ধাক্কায় মধ্যপ্রদেশগামী ২০ জন শ্রমিকের একটি দলের ১৫ সদস্য মারা গেছেন। আজ শুক্রবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটেছে। মহারাষ্ট্র রেলওয়ে কর্তৃপক্ষ এ সম্পর্কে নিশ্চিত করে।
গণপরিবহন বন্ধ থাকায় দেশটির এক রাজ্য থেকে অন্য রাজ্যে অভিবাসী শ্রমিকের এই দলটি মহারাষ্ট্রের জালনা থেকে ভুসাভালে যেতে ১৫৭ কি.মি. পথ পাড়ি দেয়। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ারা পুলিশকে এসব জানিয়েছে।
ওই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ারা প্রচণ্ড মানসিক চাপে প্রায় বিপর্যস্ত। পুলিশ তাদের মানসিক স্বাস্থ্য অটুট রাখার জন্য কাউন্সিলিং দিয়ে সাহায্য করছে। মহারাষ্ট্র পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা- মোখসাদা পাতিল একথা জানান। বেঁচে যাওয়া অপরজনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোখসাদা পাতিল বলেন, 'জীবিতদের আগে মানসিক শক্তি যোগান দেওয়ার দিকেই আমরা বেশি নজর দিচ্ছি। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে আমরা তাদের সঙ্গে ঘটনার আরও বিস্তারিত জানতে কথা বলব।'
মহারাষ্ট্র পুলিশ জানায়, করোনাভাইরাসের লকডাউনের কারণে ট্রেন চলাচল বন্ধ আছে বলেই মধ্যপ্রদেশগামী এই শ্রমিকেরা অনুমান করেছিল। তাই ঘুমানোর জন্য তারা রেললাইনকেই বেছে নেয়। এই অবস্থায় আজ ভোর সোয়া ৫টা ১৫ মিনিটে একটি মালবাহী ট্রেন তাদের চাপা দিয়ে চলে যায়। এসময় চালক রেলগাড়িটি থামানোর চেষ্টাও করেছেন।
দুর্ঘটনার স্থানে রেললাইন জুড়ে এখন পড়ে আছে নিহতদের স্যান্ডেল,জুতা এবং ব্যক্তিগত জিনিষপত্র। চাপ চাপ রক্তের ছাপের মধ্যে আরও পড়ে আছে খাবার হিসাবে শ্রমিকদের কাছে থাকা কিছু রুটি।