ভারতে প্রথমবারের মতো দৈনিক শনাক্ত ১ লাখ ছাড়াল
সোমবার (৫ এপ্রিল) ভারতে রেকর্ড সংখ্যক মানুষ কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়াল।
ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে সংক্রমণের সংখ্যা কমে এলেও কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর জনসাধারণ মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখা কমিয়ে দেওয়ার পর দৈনিক সংক্রমণ প্রায় ১২ গুণ বেড়ে যায়। মহামারিবিদদের মতে, সংক্রমণ বৃদ্ধির পেছনে করোনাভাইরাসের নতুন ধরনের প্রভাবও থাকতে পারে।
সোমবার দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৫৫৮, এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২৬ লাখে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে পাওয়া তথ্যে বলছে, শনাক্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান। বিগত কয়েক সপ্তাহে বিশ্বের যে কোনো স্থানের চেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভারতেই।
সোমবার বিগত ২৪ ঘণ্টার হিসেবে মৃত্যুর সংখ্যা ছিল ৪৭৮, দেশটিতে মৃত্যুহার বিশ্বের অন্যতম সর্বনিম্ন। এ পর্যন্ত দেশটিতে কোভিডজনিত মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ১০১।
কোভিডের আঘাতে দেশটির সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র রাজ্যেই একদিনে আক্রান্তের সংখ্যা ছিল রেকর্ড সংখ্যক ৫৭ হাজার ৭৪ জন। সংক্রমণ কমাতে আজ সন্ধ্যা থেকে প্রেক্ষাগৃহ, রেস্তোরাঁ, বার, শপিং মল ও উপাসনালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির স্থানীয় সরকার।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ কোভিড-১৯ শনাক্ত হয়, সেসময় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল ৯৭ হাজার ৮৯৪ জন। এরপর থেকেই ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা কমে আসতে থাকে। তবে ফেব্রুয়ারি থেকে পুর্নোদ্দমে অর্থনৈতিক কার্যক্রম চালু হওয়ার পর এবং ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়া শুরুর পর আবারও সংক্রমণ বাড়তে শুরু করে।
এর আগে রোববার দেশটিতে শনাক্তের সংখ্যা ছিল ৯৩ হাজার ২৪, মহারাষ্ট্রে শনাক্তের সংখ্যা ছিল ৪৯ হাজার ৪৪৭।
নতুন সংক্রমণের নতুন ওয়েভ সত্বেও ১০-২৫ এপ্রিল পর্যন্ত মুম্বাইয়ে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ১০টি ম্যাচ যথাসময়ে অনুষ্ঠিত হবে।
বিশ্ব করোনাভাইরাস শনাক্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছেন ১ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ।
- সূত্র: রয়টার্স