ভারতে প্রথম বার্ড ফ্লুতে মৃত্যু
ভারতে এই প্রথম বার্ড ফ্লু-তে মৃত্যুর ঘটনা ঘটেছে। বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে দিল্লির ১১ বছর বয়সী শিশু।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) পরিচালক ডা. রণদীপ গুলেরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
'নমুনাগুলি এনআইভি-পুণেতে পাঠানো হয়েছিল। এরপর ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে এখন সেটি আরও বিস্তারিত যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে,' জানান তিনি।
এইমসের আরেকজন চিকিত্সক জানিয়েছেন, জুনের শেষ দিকে ওই কিশোরকে হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে ভর্তি করা হয়েছিল।
'প্রাথমিকভাবে চিকিৎসকরা কোভিড-১৯ অথবা ইনফ্লুয়েঞ্জা হয়েছে বলে সন্দেহ করেছিলেন। সেটা না মেলায় নমুনাগুলি পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরপরেই বার্ড ফ্লুর রিপোর্ট মেলে। সঙ্গে সঙ্গে কনট্যাক্ট ট্রেসিং শুরু করা হয়,' জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিত্সক।
ওই কিশোর কীভাবে করোনা আক্রান্ত হয়েছিলেন, তা এখনও জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে, সংক্রমিত পাখির নাক, চোখ এবং মুখের নিঃস্বরণ, অথবা মলের মাধ্যমে ভাইরাস সংক্রমণ হতে পারে। সংক্রমণ সাধারণত মানুষের থেকে মানুষের হয় না। এটি সাধারণত, পোল্ট্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বেশি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২১ মে'র বুলেটিন অনুযায়ী, বিশ্বজুড়ে এখনও পর্যন্ত পরীক্ষাগারে ৮৬২টি এইচ৫এন১ ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। এর মধ্যে ৪৫৫ জন সংক্রমণে প্রাণ হারিয়েছেন। মৃত্যুহার প্রায় ৫৩ শতাংশ।