ভারতে ২০ লাখ অ্যাকাউন্ট ব্লক করেছে হোয়াটসঅ্যাপ
নিয়ম লঙ্ঘনের জন্য গত মে থেকে জুন—এক মাসের মধ্যে ভারতে ২০ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। এ সময়ের মধ্যে সর্বমোট ৩৪৫টি অভিযোগ পেয়েছে হোয়াটসঅ্যাপ। তার মধ্যে ৬৩টি ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ব্যবহারকারীদের ৯৫ শতাংশই মেসেজ ফরোয়ার্ড করার সর্বোচ্চ সীমা অতিক্রম করার কারণে নিষিদ্ধ হয়েছে।
ভারত সরকারের নতুন তথ্যপ্রযুক্তি আইন মেনে মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করেছে হোয়্যাটসঅ্যাপ। তাতেই ২০ লাখ অ্যাকাউন্ট ব্লকের এই তথ্য দিয়েছে সংস্থাটি।
৪০ কোটি ব্যবহারকারী নিয়ে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার ভারত।
ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং সার্ভিস জানিয়েছে, অ্যাপের মাধ্যমে যাতে ক্ষতিকারক ম্যাসেজ না ছড়ায় সেদিকে মনোযোগ দিয়েছে তারা। ভারতের অ্যাকাউন্টগুলো থেকে ক্ষতিকর বা অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো ঠেকানোই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উন্নত মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ প্রতি মাসে বিশ্বজুড়ে আট মিলিয়ন অ্যাকাউন্ট নিষিদ্ধ করে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বিপুল পরিমাণে অশালীন মেসেজ পাঠানোর কারণে ভারতের এই ২০ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। এছাড়াও ব্লক করা অ্যাকাউন্টগুলো ব্যবহার করে হ্যাকিং ও জালিয়াতির মতো ঘটনাও ঘটেছে।
ক্ষতিকারক আচরণ এবং অ্যাপটির অপব্যবহার রোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষ।
ফেসবুকের মালিকানাধীন অ্যাপটি প্রায়ই ভারতে ভুল তথ্য ও ভুয়া খবর ছড়ানোর জন্য আলোচনার কেন্দ্রে চলে আসে। এ ধরনের ভুয়া খবর ও তথ্য হাজার হাজার ব্যবহারকারীকে ফরোয়ার্ড করা হয়।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়ানো মেসেজ ও ভিডিওর জেরে অতীতে ভারতে অনেকবারই সহিংসতা ছড়িয়ে পড়ে। ভুয়া মেসেজ ও ভিডিওর জেরে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপটির অপব্যবহার প্রতিরোধ করার জন্য তারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করছে।
কোম্পানিটি এমন এক সময় এই কমপ্লায়েন্স রিপোর্ট পেশ করল, যখন প্রযুক্তি সংস্থাগুলো নতুন আইটি আইনের বিরুদ্ধে ভারত সরকারের সঙ্গে তীব্র লড়াই চালাচ্ছে।
ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন অনুসারে, কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রাহক ৫০ লাখের বেশি হলেই মাসিক 'কমপ্লায়েন্স রিপোর্ট' জমা দিতে হবে। সেই নিয়ম মেনেই এই রিপোর্ট প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। এ মাসের প্রথম দিকে গুগল, ফেসবুক, টুইটারও এ রিপোর্ট পেশ করে।
- সূত্র: বিবিসি