ভারতে ‘রহস্যময়’ রোগে ৩০০ জন হাসপাতালে
'রহস্যময়' এক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের প্রায় ৩০০ জন নাগরিক যাদের মধ্যে মারা গেছেন একজন।
অন্ধ প্রদেশের এলুরু নামক এক শহরে ঘটনাটি ঘটেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বমি বমি ভাব এবং অজ্ঞান হয়ে পড়া, কাঁপুনি ও মুখে ফেনা তোলার মতো লক্ষণগুলো আক্রান্তদের মাঝে বেশি দেখা যাচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়, ঠিক কী কারণে এত সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে তা এখনো 'রহস্য'ই রয়ে গেছে সবার কাছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে এখনো।
করোনাভাইরাসের ভয়াবহতায় আক্রান্তের দিক থেকে সারা বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয় এবং ভারতের রাজ্যগুলোর মধ্যে অন্ধ প্রদেশ তৃতীয় শীর্ষ অবস্থানে আছে। আর এরই মধ্যে দেশজুড়ে আলোড়ন তৈরি করছে রহস্যজনক এই রোগ।
রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী আল্লা কালি কৃষ্ণ শ্রীনিভাস জানিয়েছেন, 'আক্রান্তদের করোনা পরীক্ষা করা হয়েছে। তারা সবাই কোভিড-১৯ নেগেটিভ। সুতরাং এর সাথে কোভিড-১৯ এর কোনো সম্পর্ক নেই।'
অসুস্থদের মধ্যে বিশেষত শিশুরা হঠাৎ করেই বমি করছে এবং চোখে জ্বালাপোড়া হচ্ছে বলে তারা জানিয়েছে।
দ্য ইন্ডিয়ান টাইমসকে এলুরু সরকারি হাসপাতালের একজন মেডিকেল কর্মকর্তা জানিয়েছেন, 'অনেকেই অজ্ঞান হয়ে পড়ছে এবং শরীরে খিঁচুনিও দেখা দিচ্ছে তাদের।'
শ্রীনিভাস জানান,আক্রান্তদের রক্ত পরীক্ষা করা হয়েছে এবং সেখান কোনো ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। অসুস্থদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা শহরটি ঘুরে দেখেছেন। পানি এবং বায়ু দূষণ থেকে এই রোগের উৎপত্তি নয় বলে তারা আশ্বস্ত করেছেন। তবে স্পষ্ট ধারণা পাওয়া যাবে ল্যাবে পরীক্ষার পর। ইতোমধ্যে ল্যাবের জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে।
এদিকে অন্ধ্র প্রদেশের বিরোধী দল দাবি করছে, যেকোনো কিছুর দূষণ থেকেই এই রোগের উৎপত্তি।